ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উন্নয়নের ছোঁয়া প্রতিটি ক্ষেত্রে দেখতে চাই ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১১:৫৬, ২৪ এপ্রিল ২০১৯

উন্নয়নের ছোঁয়া প্রতিটি ক্ষেত্রে দেখতে চাই ॥ শিক্ষামন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৩ এপ্রিল ॥ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, আমাদের মাথাপিছু আয় প্রায় ২ হাজার ডলার। বাংলাদেশের উন্নয়নের যে অগ্রগতি, সেটির ছোঁয়া দেশের প্রতিটি ক্ষেত্রে আমরা দেখতে চাই। আর এটির জন্য প্রত্যেককে তার নিজ নিজ অবস্থানে থেকে কাজ করতে হবে। মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যারা ক্রিকেট লীগ অংশগ্রহণ করেছেন, আমি মনে করি তারা খেলার মধ্যে দিয়ে খেলোয়াড়সুলভ আচরণ শিখবে এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। তারা সুস্থ দেহ ও মনের অধিকারী হবে এবং তারা সব ধরনের সামাজিক ব্যাধি জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং থেকে দূরে থাকবে। তারা এ ধরনের কাজ থেকে অন্যদের দূরে সরিয়ে রাখতে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মাজেদুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ প্রমুখ।
×