ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাগরে ইলিশ শিকারে নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন সংশোধন দাবি

প্রকাশিত: ০৯:৩০, ২০ এপ্রিল ২০১৯

 সাগরে ইলিশ শিকারে নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন সংশোধন দাবি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৯ এপ্রিল ॥ ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা বিবেচনার দাবি এনে কুয়াকাটায় সংবাদ সম্মেলন করেছেন মহিপুর, আলীপুর ও কুয়াকাটা মৎস্য ব্যবসায়ী সমিতি। শুক্রবার সকালে কুয়াকাটা প্রেসক্লাবে মৎস্য ব্যবসায়ী নেতা ও ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা এ সংবাদ সম্মেলন করেছেন। আগামীকাল শনিবার প্রতিবাদ কর্মসূচী পালিত করবেন। লিখিত বক্তব্যে আনছার উদ্দিন বলেন, বৈশাখ থেকে আশি^ন মাস পর্যন্ত ইলিশের মৌসুম বলা হয়। মূলত ইলিশ ধরা পড়ে জ্যৈষ্ঠ থেকে ভাদ্র এ চার মাস। এর মধ্যেও প্রায় অর্ধেক সময় প্রাকৃতিক দুর্যোগে জেলেরা সাগরে ইলিশ শিকার করতে পারে না। মাত্র এ চার মাসের মধ্যেও নতুন করে এ বছর থেকে ৬৫ দিন ইলিশ শিকারে নতুন করে নিষেধাজ্ঞা আসছে। যা কার্যকর হলে এ পেশায় নিয়োজিত জেলে, ট্রলার মালিক, মৎস্য ব্যবসায়ীসহ এখানকার লাখো মানুষের অপূরণীয় ক্ষতি হবে। সরকারের নিষেধাজ্ঞার এ প্রজ্ঞাপন সংশোধনের দাবি করেন তিনি। আনছার উদ্দিন মোল্লা আরও বলেন, এ অঞ্চলের জেলেসহ মৎস্য ব্যবসায়ীরা জাটকা ধরে না। ধরে না মা ইলিশ। সরকারের সকল নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করে আসছে। কিন্তু ভারতীয় ট্রলার নিয়ে জেলেরা বাংলাদেশের সীমানায় ঢুকে দেদার জাটকা ও মা ইলিশ শিকার করছে। তাতে দেশ তথা জেলেরা অপূরণীয় ক্ষতির কবলে পড়ছে। এসব রোধ করা জরুরী প্রয়োজন। এসব নিয়ন্ত্রণ করা হয় না। আরও নতুন করে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করলে এ পেশা সংশ্লিষ্টরা নিঃস্ব হয়ে পড়বে।
×