ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল

প্রকাশিত: ০৯:১৩, ২০ এপ্রিল ২০১৯

 পাকিস্তানের মন্ত্রিসভায় ব্যাপক  রদবদল

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার আট মাসের মাথায় মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করলেন ইমরান খান। বৃহস্পতিবার এক ঘোষণায় তিনি মন্ত্রিসভায় নতুন পাঁচজন মন্ত্রীকে অন্তর্ভুক্ত ও চারজনের দফতর রদবদল করে দিয়েছেন। খালিজ টাইমস। গত বছরের নির্বাচনে জয়ী হয়েছিল ইমরানের তেহরিক-ই-ইনসাফ দল। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দক্ষিণ এশীয় দেশটির সঙ্কটকালীন পরিস্থিতি বদলে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সাত মাসেও ইতিবাচক কোন পরিবর্তন আনতে না পারায় তার ওপর অর্থ মন্ত্রণালয়ে রদবদলের জন্য চাপ ছিল। যে কারণে দীর্ঘদিনের ঘনিষ্ঠ আসাদ উমরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দিতে এক প্রকার বাধ্যই হতে হয়েছে বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ককে। আসাদের স্থলাভিষিক্ত হিসেবে যিনি এসেছেন সেই আবদুল হাফিজ শেখ ২০১০-১৩ পর্যন্ত পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সরকারে অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা আসার আগেই আসাদ পদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। উত্তরসূরির সামনে ‘বেশ কঠিন সময়’ আসছে বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামাবাদে সাংবাদিকদের উদ্দেশে বিদায়ী অর্থমন্ত্রী আসাদ বলেন, নতুন অর্থমন্ত্রী তিন মাসের মধ্যেই পরিস্থিতির উন্নতি ঘটিয়ে ফেলবেন, এমনটা প্রত্যাশা করা কারোরই উচিত হবে না। পরের বাজেটটা বেশ কঠিনই হবে।
×