ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কানাডায় তুষার ধসে তিন পর্বতারোহীর মৃত্যু

প্রকাশিত: ০৯:১৩, ২০ এপ্রিল ২০১৯

 কানাডায় তুষার ধসে  তিন পর্বতারোহীর  মৃত্যু

কানাডায় তুষার ধসে তিন পেশাদার পর্বতারোহীর মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয় কর্তৃপক্ষের। ওই তিন পর্বতারোহী কানাডিয়ান রকিজ অঞ্চলের সর্বোচ্চ চূড়া ‘হাউজ পিক’ এ আরোহণের চেষ্টা করছিলেন। তিন পর্বতারোহী হলেন: অস্ট্রেলিয়ার ডেভিড লামা ও হ্যান্সজার্গ আউয়ের এবং যুক্তরাষ্ট্রের জেস রসকেলি। তারা ভ্রমণের পোশাকের সুপরিচিত ব্র্যান্ড ‘দ্য নর্থ ফেস’র পৃষ্ঠপোষকতায় এবারের অভিযান শুরু করেছিলেন। তিন পর্বতারোহী হাউজ পিকের দুর্গম এবং ঝুঁকিপূর্ণ পূর্ব দিক দিয়ে চূড়ায় উঠার চেষ্টা করছিলেন। পর্বতারোহীরা সাধারণত ওই পথ এড়িয়ে চলেন বলে জানান নিরাপত্তা বিশেষজ্ঞ স্টেভ হোলেকজি। তিন পর্বতারোহী নিখোঁজ হওয়ার পর ন্যাশনাল পার্কের কর্মীরা তাদের উদ্ধারে হেলিকপ্টারে করে ঘটনাস্থলে গিয়েছিলেন। -বিবিসি
×