ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাটহাজারীর পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি বাড়ছে

প্রকাশিত: ০৯:৩০, ৩১ মার্চ ২০১৯

হাটহাজারীর পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি বাড়ছে

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ৩০ মার্চ ॥ হাটহাজারী উপজেলাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের আকবর শাহ কলোনির একটি পাহাড়ের ঢালে গড়ে উঠছে ঝুঁকিপূর্ণ বসতঘর। প্রশাসনিক নজরদারি না থাকায় স্থানীয় ফরিদ ও বেলাল সিন্ডিকেটের নেতৃত্বে সরকারী এ পাহাড়ের মাটি কেটে ঝুঁকিপূর্ণ বসতঘর তৈরি অব্যাহত রেখেছে। এ কলোনি ছাড়াও এই উপজেলার হাটহাজারী রেঞ্জ ও মন্দাকিনী বিটের আওতাধীন পাহাড়ী এলাকাগুলোতে কয়েক বছর ধরে অন্তত পাঁচ সহস্রাধিক পরিবার পাহাড়ের ঝুঁকিপূর্ণ ঢালে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছে। প্রবল বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে পাহাড় ধসে প্রাণহাণির আশঙ্কা করছে স্থানীয়রা। সরজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ পাঁচ বছর ধরে ফরিদ ও বেলাল সিন্ডিকেট ঠাণ্ডাছড়ি পিকনিক রিসোর্টের আধা কিমি. পশ্চিমে সুউচ্চ পাহাড়ের মাটি কেটে বসতঘর নির্মাণ ও মাটি বিক্রি অব্যাহত রেখেছে। প্রতি ৪ শতক জায়গা ১ থেকে ২ লাখ টাকায় তারা দেশের নদী ভাঙ্গা হতদরিদ্র মানুষের কাছে বিক্রি করছে। পাহাড়ের ঢালের মাটি কেটে সমান করে টিন দিয়ে তৈরি করছে বসতঘর। ঝুঁকিপূর্ণ পাহাড়ে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করতে দেখা গেছে শত শত পরিবারকে। প্রশাসনিক তদারকি না থাকায় অবৈধভাবে পাহাড়ের ওপর ও ঢালে বসতি স্থাপন অব্যাহত রয়েছে। তথ্য নিয়ে জানা গেছে, গেল এক দশকে হাটহাজারীর পশ্চিমাঞ্চলীয় পাহাড়গুলোতে ভারি বর্ষণের কারণে পাহাড় ধসে বিভিন্ন সময়ে এ পর্যন্ত তিন শতাধিক লোকের প্রাণহানি ঘটে।
×