ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কৌতুক অভিনেতা চিন্ময় রায় আর নেই

প্রকাশিত: ১২:১২, ১৯ মার্চ ২০১৯

কৌতুক অভিনেতা চিন্ময় রায় আর নেই

সংস্কৃতি ডেস্ক ॥ সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পটলডাঙ্গার টেনিদাকে যিনি পর্দায় জীবন্ত করে রেখেছিলেন সেই কিংবদন্তি অভিনেতা চিন্ময় রায় আর নেই। রবিবার রাতে নিজের ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। সাধারণভাবে কৌতুক অভিনেতা হিসেবেই তিনি জনপ্রিয়তা লাভ করেছিলেন। তবে নানা ধরনের চরিত্রে তিনি অভিনয় করে সুনাম কুড়িয়েছেন। রুপালি পর্দায় আবির্ভূত হওয়ার আগে তিনি মঞ্চে নিয়মিত অভিনয় করেছেন। নান্দীকারের মতো গ্রুপ থিয়েটারের নিয়মিত সদস্য ছিলেন। একসময় থিয়েটার থেকে সরে এসেছিলেন। তার পরিবার সূত্রে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন চিন্ময়। গত বছর জুন মাসে বাড়ির ছাদ থেকে নিচে পড়ে গিয়েছিলেন। সে সময়ই তার মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন। দীর্ঘ চিকিৎসায় সেই অবস্থা সামাল দিয়েছিলেন। কিন্তু বার্ধক্যজনিত কারণে কাবু ছিলেন তিনি। ১৯৪০ সালের ১৬ জানুয়ারি চিন্ময় রায়ের জন্ম, বাংলাদেশের কুমিল্লায়। তপন সিংহের ‘গল্প হলেও সত্যি’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম রুপালি পর্দায় আবির্ভাব। এর পর ‘বসন্ত বিলাপ’, ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘ধন্যি মেয়ে’, ‘চারমূর্তি’, ‘মৌচাক’, ‘হাটে বাজারে’, ‘ঠগিণী’, ‘ফুলেশ্বরী’, ‘সূবর্ণ গোলক’, ‘ওগো বধূ সুন্দরী’র মতো ছবিতে তিনি মাতিয়ে রেখেছিলেন দর্শকদের। নবদ্বীপ হালদার, ভানু বন্দ্যোপাধ্যায় বা তুলসী চক্রবর্তীর মতো কিংবদন্তি অভিনেতাদের পর বাংলা চলচ্চিত্রে কমেডিয়ানের ভূমিকায় রবি ঘোষ বা অনুপ কুমারের সঙ্গে পাল্লা দিয়েছেন সমানে সমানে।
×