ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত

প্রকাশিত: ১১:৪২, ১ মার্চ ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ॥ বাঞ্ছারামপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত ও অপর এক ডাকাত আহত হয়েছে। তবে তাদের মধ্যে এক জনের নাম আলামিন অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী জানান, ভোরে চর শিবপুর গ্রামে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল একটি বাড়িতে হামলা করে। এ সময় বিষয়টি বাড়ির সদস্যরা মুঠোফোনে আশপাশের লোকজনকে জানালে গ্রামবাসী মাইকে ডাকাতের হামলার খবর ঘোষণা দেয়। গাজীপুরে ছাদ ভাঙ্গার সময় চাপা পড়ে শ্রমিক নিহত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর মহানগরে একটি বাগান বাড়িতে পুরাতন ছাদ ভাঙ্গার সময় গিয়ে চাপা পড়ে বৃহস্পতিবার এক নির্মাণ শ্রমিক মারা গেছে। নিহতের নাম মোঃ ফুল মিয়া (৩০)। সে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার মধ্য উড়িয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। সে বাঙ্গালগাছ এলাকার মান্নান উকিলের বাড়িতে বাসাভাড়া থেকে শ্রমিকের কাজ করত। পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর মহানগরের বাঙ্গালগাছ এলাকায় বাগান বিলাস নামে একটি বাগান বাড়ি রয়েছে। সম্প্রতি ওই বাগান বাড়ির সংস্কার কাজ শুরু হয়। বৃহস্পতিবার ৮/১০ জন শ্রমিক ওই বাগান বাড়ির পুকুরের ঘাটলার পুরাতন ছাদ ভাঙ্গার কাজ করিছল। এ সময় অসাবধানতা বশত ছাদটি ভেঙ্গে নির্মাণ শ্রমিক ফুল মিয়ার ওপর পড়ে। পরে খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে। রূপপুরে ইট পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পের গ্রীন সিটিতে নির্মাণাধীন ভবনের ওপর থেকে ইট পড়ে আহত হওয়া শ্রমিক সিরাজ উদ্দিনের মৃত্যু হয়েছে (১৮)। সে কুড়িগ্রাম সদর উপজেলার কদমতলা গ্রামের পিয়ার উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ানাযায়, বুধবার গ্রীন সিটিতে নির্মাণাধীন ২০তলা ভবনের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওপর থেকে একটি ইট তার মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে ঈশ্বরদী হাসপাতালে আনা হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। তিনি গ্রীন সিটিতে পদ্মা এ্যাসোসিয়েট নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক।
×