ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদক নিয়ন্ত্রণে কাউকে ছাড় নয় ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৯:৩৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

মাদক নিয়ন্ত্রণে কাউকে ছাড় নয় ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক আন্দোলনের মাধ্যমে জঙ্গী ও সন্ত্রাস দমন অভিযানের সফলতার মতোই সামাজিক সচেতনতার মাধ্যমে মাদক নিয়ন্ত্রণেও সফল হওয়ার আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। একইসঙ্গে মাদক নিয়ন্ত্রণে কাউকেই একবিন্দু ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে সংস্থাটি কর্তৃক আয়োজিত ‘মাদক, সন্ত্রাস ও অবৈধ দখলমুক্ত করতে করণীয় নির্ধারণ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, ঢাকার জেলা প্রশাসক আবু ছালেহ মোহম্মাদ ফেরদৌস খান, সুরক্ষা সেবা বিভাগের সচিব শহিদুজ্জামান, জাতীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য অধ্যাপক ডাঃ অরূপ রতন চৌধুরী, মনরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মুহিত কামালসহ বিশিষ্ট ব্যক্তি ও ডিএসসিসি’র ওয়ার্ড কাউন্সিলরা উপস্থিত থেকে মাদক, সন্ত্রাস ও অবৈধ দখল মুক্ত রাখতে তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারগুলোতে ধারণ ক্ষমতা প্রায় ৩৫ হাজার কিন্তু বর্তমানে প্রায় ৯০ হাজার আসামি রয়েছেন। যার মধ্যে প্রায় অর্ধেক মাদক ব্যবসায়ের সঙ্গে বা সরাসরি মাদক সেবনে জড়িত। তিনি বলেন, মাদক বিষয়ে কোন অবৈধ কিছু আমরা করতে দেব না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে জঙ্গী ও সন্ত্রাস দমনের অভিযানে আমরা যেমন সফল হয়েছিলাম, তেমনই জনগণের সামাজিক সচেতনতার মাধ্যমে আমরা মাদক নিয়ন্ত্রণেও সফল হব। এখানে একবিন্দুও কাউকে ছাড় দেয়া হবে না।
×