ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিলিপাইনকে ১০-০ গোলের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: ০৫:৪৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

ফিলিপাইনকে ১০-০ গোলের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা

অনলাইন ডেস্ক ॥ ফিলিপাইনের সঙ্গে এর আগে কখনোই মুখোমুখি হয়নি বাংলাদেশের মেয়েরা। অপরিচিত প্রতিপক্ষের বিপক্ষে প্রথম দেখায় দারুণ উজ্জ্বলতা ছড়িয়েছে তহুরা-মারিয়ারা। আজ বুধবার মিয়ানমারে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের বাছাইয়ে ফিলিপাইনকে গুঁড়িয়ে ১০-০ গোলের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে চূড়ান্ত পর্বে ওঠার পথে অনেকটাই এগিয়ে যায় লাল-সবুজের দল। মিয়ানমারে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের এই বড় জয়ে সবচেয়ে বেশি অবদান তহুরা খাতুনের, হ্যাটট্রিক করে সে। আর দুটি করে গোল করে শামসুন্নাহার (জুনিয়র) ও অনুচিং মারমা। শামসুন্নাহার (সিনিয়র), নীলা ও মারিয়া মান্ডা করে একটি করে গোল। ম্যাচে বাংলাদেশের মেয়েরা শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে। এর ফলও পায় তারা, প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আসে বাকি চারটি গোল। আসরের বাছাইয়ের দ্বিতীয় পর্বের ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ চীন ও স্বাগতিক মিয়ানমার। পরের দুটি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে মিয়ানমার (১ মার্চ) ও চীনের (৩ মার্চ)। গত সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত বাছাইয়ের প্রথম পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে ওঠে বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের সূচি : ১ মার্চ : বাংলাদেশ-মিয়ানমার ১ মার্চ : ফিলিপাইন-চীন ৩ মার্চ : বাংলাদেশ-চীন ৩ মার্চ : ফিলিপাইন-মিয়ানমার
×