ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম সরানোর ধুম

প্রকাশিত: ১১:০০, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম সরানোর ধুম

গাফফার খান চৌধুরী ॥ পাঁচ দিন নরক যন্ত্রণা সহ্য করার পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় দগ্ধ আরও দুইজন। এ নিয়ে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৯ জনের মৃত্যু হলো। আরও সাতজন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাদের বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকরা। এদিকে চকবাজারে দগ্ধ ও আহতদের পুনর্বাসনের জন্য একটি কমিটি গঠন করেছে সমাজসেবা অধিদফতর। আগামীকাল ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকেই পুরান ঢাকা থেকে কেমিক্যালের গুদাম ও কারখানা সরাতে অভিযান শুরু হচ্ছে। এমন খবরে পুরান ঢাকা থেকে ব্যবসায়ীদের কেমিক্যালের গুদাম সরানোর ধুম পড়েছে। যে যার মতো গুদাম থেকে কেমিক্যাল সরিয়ে নিচ্ছেন। এসব কেমিক্যালের অধিকাংশই চলে যাচ্ছে বিভিন্ন কেমিক্যাল ও প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায়। চকবাজারে অগ্নিকা-ে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার হোসেন (৫৫)। আর একই দিন দিবাগত রাত দেড়টার দিকে একই হাসপাতালের আইসিইউতে মারা যান সোহাগ (২৫) নামের আরেকজন। এ নিয়ে চকবাজারে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় ৬৯ জনের মৃত্যু হলো। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন আরও সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
×