ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাধবপুরে চা শ্রমিকের শিশুকন্যা ধর্ষিত ॥ ধর্ষক গ্রেফতার

প্রকাশিত: ০৯:৩১, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

মাধবপুরে চা শ্রমিকের শিশুকন্যা ধর্ষিত ॥ ধর্ষক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি ॥ আলু কুড়াতে গিয়ে চা শ্রমিকের ৬ বছরের কন্যা ধর্ষণের শিকার হয়ে এখন হাসপাতালের বিছানায়। ধর্ষককে গ্রামবাসী আটক করে থানায় সোপর্দ করলে মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। উপজেলার বৈকণ্ঠপুর চা বাগানের ইউপি সদস্য বাবুল চৌহান জানান, সোমবার সন্ধ্যায় বাগানে শিশুরা একটি আলু ক্ষেতে আলু কুড়াতে গেলে মুড়াপাড়া গ্রামের মৃত বাছির মিয়ার ছেলে সায়হাম স্পিনিং মিলের শ্রমিক মান্না মিয়া শিশুটিকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে তার সাথীরা এগিয়ে গেলে ধর্ষক মন্নান মিয়া পালাবার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন ধর্ষককে আটক করে থানায় হস্তান্তর করেন। শিশুটিকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। আইইবিতে সেমিনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে প্রজেক্ট ম্যানেজমেন্ট উইদাউট ট্রিজ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে আইইবির কাউন্সিল হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, আইইবি’র প্রেসিডেন্ট আবদুস সবুর। বিশেষ অতিথি ছিলেন, আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ড. নাজমুস সাকিব পিএইচডি, পিই, পিএমপি, সিনিয়র টেকনিক্যাল প্র্যাকটিস লিডার, এ্যান্ড ফিউরান ইউএসএ। অনুষ্ঠানে সম্মানীত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইআরসি’র নির্বাহী ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন, আইইবি’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান। আইইবি’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্পাদক প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উক্ত বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী হাবিবুর রহমান। -বিজ্ঞপ্তি
×