ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শুরুতেই ধোনি-কোহলি লড়াই

প্রকাশিত: ১১:৩১, ২১ ফেব্রুয়ারি ২০১৯

 শুরুতেই ধোনি-কোহলি লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা উঠবে আইপিএলের এবারের আসরে। আগামী ২৩ মার্চ সন্ধ্যায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির দল। মঙ্গলবার বিকেলে আইপিএলের প্রথম দুই সপ্তাহের (২৩ মার্চ থেকে ৫ এপ্রিল) সূচী প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এই দুই সপ্তাহে ৮টি ভেন্যুতে মোট ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লোকসভার নির্বাচনের কারণে বাকি সূচী এখনও নির্ধারণ করা হয়নি। এমনকি নির্বাচনের কারণে এই সূচীতেও পরিবর্তন আসতে পারে বলে এক বার্তায় জানানো হয়েছে। লোকসভার নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে সে অনুযায়ী আইপিএলের বাকি সূচী ভেন্যু নির্ধারণ করবে গভর্নিং কাউন্সিল। দুই সপ্তাহের মধ্যে প্রত্যেকটি দল ২টি হোম ও ২টি এ্যাওয়ে করে মোট ৪টি ম্যাচ খেলবে। ইডেনে ২৪ মার্চ বিকেলের ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ২৭ মার্চ কলকাতার পরের ম্যাচও ইডেনে। এবার সামনে কিংস ইলেভেন পাঞ্জাব। কেকেআরের প্রথম এ্যাওয়ে ম্যাচ ৩০ মার্চ। নয়া দিল্লীতে দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে রাতের ম্যাচে খেলবে কলকাতা। আর ৫ মার্চ ব্যাঙ্গালুরুতে আরসিবির বিপক্ষে দ্বিতীয় এ্যাওয়ে ম্যাচে খেলবে দীনেশ কার্তিকের নাইটরা। নির্বাচনের কারণে ২০০৯ সালে আইপিএল ভারতের বাইরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল। আর একই কারণে ২০১৪ সালে আইপিএলের কিছু ম্যাচ হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। আইপিএলের এবারের আসর পড়েছে নির্বাচন ও বিশ্বকাপের ডামাডোলের মধ্যে। ৩০ মে থেকে শুরু হবে বিশ্বকাপ। সাধারণত আইপিএল এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হতো। কিন্তু বিশ্বকাপের কারণে এবার আইপিএল শুরু হচ্ছে মার্চের শেষ সপ্তাহে। যাতে বিশ্বকাপ কিংবা অন্য কোন আন্তর্জাতিক সূচীর আগে ১৫ দিন বিশ্রাম নেয়ার সুযোগ পায় ক্রিকেটাররা।
×