ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমতলীতে নকল পিলারসহ চার প্রতারক আটক

প্রকাশিত: ০৯:০৬, ৩ ফেব্রুয়ারি ২০১৯

 আমতলীতে নকল পিলারসহ চার  প্রতারক আটক

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২ ফেব্রুয়ারি ॥ আমতলী উপজেলার পূর্ব তারিকাটা গ্রাম থেকে দেড় কেজি ওজনের ভুয়া পিলারসহ চার প্রতারক গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বাহাদুর হোসেন হাওলাদারের ছেলে সেলিম মাহমুদ ভাই মনির হাওলাদার ও আমিনুল হাওলাদার দীর্ঘদিন ধরে ভুয়া পিলার বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে আসছিল। শুক্রবার বিকেলে পূর্ব তারিকাটা গ্রামের আমিনুল হাওলাদারের বাড়িতে বসে পিলার বেচাকেনা করতে ছিল প্রতারকচক্র। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় সেলিম মাহমুদ, সিদ্দিকুর রহমান, আবু হুরায়রা ও আবু সালেহ ভুইয়াকে পুলিশ গ্রেফতার করে। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে দেড় কেজি ওজনের ভুয়া পিলারসদৃশ বস্তু জব্দ করে। পুলিশের টের পেয়ে অপর দুই প্রতারক আমিনুল ইসলাম ও মনির পালিয়ে যায়।
×