ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ছয় ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: ১১:০০, ৩১ জানুয়ারি ২০১৯

রাজধানীতে ছয় ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাণিজ্যমেলায় আগত দর্শনার্থীদের মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের সঙ্গে জড়িত সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাতে র‌্যাব-২’র একটি দল পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে অভিযান চালিয়ে ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে শাহ আলম শেখ (৩৪), বাবু মিয়া (২৫) ও রুবেল (২০)। এদের দেয়া তথ্য মোতাবেক ওই রাতেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কাছ থেকে মেহেদী হাসান (২২), ফরিদুল (৩০) ও আসলাম তালুকদারকে (২৩) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা মূলত বাড্ডা, আব্দুল্লাপুরসহ বিভিন্ন স্থানে ছিনতাই করে। এবার তারা বাণিজ্যমেলাকে টার্গেট করেছে। তারা বাণিজ্যমেলায় আগত দর্শনার্থীর মূল্যবান দ্রব্যসামগ্রী ছিনতাই করার উদ্দেশ্যে মেলার আশপাশে অবস্থান নেয়। এরপর সুযোগ বুঝে ছিনতাই করে।
×