ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিলিয়ান এমবাপের জোড়া গোল, অপ্রতিরোধ্য পিএসজি

প্রকাশিত: ০৪:৫৬, ১৪ জানুয়ারি ২০১৯

 কিলিয়ান এমবাপের জোড়া গোল,  অপ্রতিরোধ্য পিএসজি

স্পোর্টস রিপোর্টার ॥ গত সপ্তাহে লীগ কাপ থেকে বিদায় নেয় প্যারিস সেইন্ট জার্মেই। পয়েন্ট টেবিলের তলানীতে থাকা অখ্যাত গুইনগ্যাম্পের কাছে হারাটাই ছিল ২০১৮-১৯ মৌসুমে পিএসজির সবচেয়ে বড় অঘটন! তবে লীগ কাপ থেকে ছিটকে পড়লেও ফ্রেঞ্চ লীগ ওয়ানে অপ্রতিরোধ্য থমাস টাচেলের দল। শনিবার এ্যামিয়েন্সকেও রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা। এমবাপে-কাভানিরা এদিন ৩-০ গোলে বিধ্বস্ত করেছে স্বাগতিক এ্যামিয়েন্সকে। তবে এই ম্যাচে বিশ্রামে ছিলেন দলের সবচেয়ে দামী ফুটবলার নেইমার। ব্রাজিলিয়ান তারকার অনুপস্থিতিটা অবশ্য বুঝতেই দেননি এমবাপে-কাভানিরা। তবে প্রথমার্ধে বেশ ভালভাবেই রুখে দেয় সফরকারী পিএসজিকে। প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভাঙতে এদিন সময় লাগে ৫৭ মিনিট। তাও আবার পেনাল্টিতে গোল করে পিএসজিকে প্রথম এগিয়ে দেন এডিনসন কাভানি। দলের দ্বিতীয় গোলটি আসে ফরাসি ফুটবলের বিস্ময় প্রতিভার অধিকারী কিলিয়ান এমবাপের পা থেকে। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে পিএসজির গোল ব্যবধান দ্বিগুণ করেন তিনি। চলতি মৌসুমে যা তার ১৪তম গোল। মাত্র ১৩ ম্যাচ থেকে ১৪ গোল করে নিজের বিস্ময় প্রতিভার প্রমাণ দিয়ে যাচ্ছেন এই ফ্রেঞ্চম্যান। ইউরোপের শীর্ষ পাঁচ লীগের মধ্যে এমবাপের চেয়ে বেশি গোল করেছেন মাত্র একজন। স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার লিওনেল মেসি। স্প্যানিশ লা লিগায় এলএম টেনের গোলসংখ্যা ১৬টি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এমবাপেই এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। এক মৌসুমে সর্বোচ্চ ১৫ গোল করেছিলেন এমবাপে। ২০১৬-১৭ মৌসুমে ফ্রেঞ্চ লীগ ওয়ানের সাবেক ক্লাব মোনাকোর জার্সিতে করা ১৫ গোলই ছিল তার মৌসুম সেরা পারফর্মেন্স। এবার যে এমবাপে সেই রেকর্ডকে ছাড়িয়ে যাবেন তা আর বলার অপেক্ষা রাখে না। সব ধরনের প্রতিযোগিতায় চলতি মৌসুমে এমবাপের গোলসংখ্যা ১৭। কাভানি-এমবাপে ছাড়া পিএসজির হয়ে বাকি গোলটি করেন মারকুইনহোস। ম্যাচ শেষের ১১ মিনিট আগে দলের তিন নম্বর গোলটি করেন তিনি। এর পরের সময়টাতে আর কোন গোল করতে পারেনি কেউ। ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। চলতি মৌসুমের প্রথম ১৮ ম্যাচ শেষে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ এখন ৫০ পয়েন্ট। যা ফ্রেঞ্চ লীগ ওয়ানের ইতিহাসে রেকর্ড। মৌসুমের প্রথম ১৮ ম্যাচ শেষে এত বেশি পয়েন্ট সংগ্রহ করতে পারেনি আর কোন দল। এই ম্যাচের ২৪ মিনিট ১০ জন নিয়ে খেলেছে এ্যামিয়েন্স। কেননা, দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে যে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় স্বাগতিক খেলোয়াড় আদেনোনকে। সেই মাশুলটাই দিতে হয়েছে স্বাগতিকদের। এদিকে নেইমারকে বিশ্রামে রাখার কারণটাও ব্যাখা করেছেন পিএসজির কোচ। মূলত, গত সপ্তাহে গুইনগ্যাম্পের বিপক্ষে ম্যাচে হাঁটুতে ব্যথা পেয়েছিলেন নেইমার। এজন্যই এদিন তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেন পিএসজির কোচ। এ বিষয়ে ম্যাচের শেষে থমাস টাচেল বলেন, ‘হাঁটুতে ব্যথা পেয়েছিল নেইমার। যে কারণে কিছুটা ব্যথা অনুভব করছিল সে। হাঁটা-চলায় সে স্বাভাবিক ছিল না। এজন্যই তাকে খেলানোটা ঝুঁকিপূর্ণ ছিল।’ এ্যামিয়েন্সের বিপক্ষে জয়ের পরের দিনই দোহার উদ্দেশ্যে বিমান ধরে পিএসজি। কারণ সেখানে চারদিনের একটি অনুশীলন ক্যাম্প করবে ফরাসি ক্লাবটি। সে কথাও মাথায় রেখে নেইমারকে বিশ্রামে রাখেন কোচ। এ বিষয়ে তিনি বলেন, ‘সে যেন আবার নতুন করে কোন ধরনের ইনজুরিতে না পড়ে এটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এখন সে আমাদের সঙ্গে দোহায় যেতে কোন বাধা নেই।’ পিএসজির জয়ের দিন পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে আরও দুটি দল। নিজেদের মাঠে নিস ১-০ গোলে পরাজিত করেছে বোর্দোকে। দিনের আরেক ম্যাচে সেইন্ট এতিয়েন একই ব্যবধানে পরাজিত করে আগের ম্যাচেই পিএসজিকে হারিয়ে চমকে দেয়া গুইনগ্যাম্পকে।
×