ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লক্ষ্য মাদক ও জঙ্গী নির্মূল

এ মাসের শেষে র‌্যাবের নতুন ইউনিট হচ্ছে

প্রকাশিত: ০৪:১৫, ২ জানুয়ারি ২০১৯

এ মাসের শেষে র‌্যাবের নতুন ইউনিট হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ নতুন বছরে পূর্ণ উদ্যমে মাদক ও জঙ্গী নির্মূলে কাজ করবে র‌্যাব। এজন্য নতুন বছরের জানুয়ারির শেষ সপ্তাহে কক্সবাজারে গঠন করা হবে র‌্যাবের একটি স্থায়ী ব্যাটেলিয়ন। সোমবার রাতে রাজধানীর গুলশান-২ চত্বরে থার্টি ফার্স্টের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আমরা নতুন বছরেও এর ধারাবাহিকতা বজায় রাখব। নতুন বছরে মাদক নির্মূল করাই আমাদের মূল লক্ষ্য থাকবে। নির্বাচনে মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনী পরবর্তী সময় যাতে কোন সহিংসতা না ঘটে সেজন্য র‌্যাব মাঠে কাজ করছে। সার্বিক নিরাপত্তা দিতে র‌্যাব প্রস্তুত রয়েছে। ইংরেজী নববর্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, ইংরেজী নববর্ষ উপলক্ষে সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যদিও এর আগেই স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নির্বাচনের বিষয়টি সামনে রেখে থার্টি ফার্স্ট নাইটের অনুষ্ঠান না করার জন্য আহ্বান জানিয়ে ছিলেন। নাগরিকরা এই আহ্বানে সারা দিয়েছেন। সারাদেশে বড় ক্লাব থেকে শুরু করে কোন জায়গায়ই অনুষ্ঠান হচ্ছে না। এজন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাই।
×