ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিডনিতে খেলবেন সিমোনা

প্রকাশিত: ০৭:২৮, ৩১ ডিসেম্বর ২০১৮

 সিডনিতে খেলবেন সিমোনা

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ ট্যুর ফাইনালস খেলতে পারেননি সিমোনা হ্যালেপ। প্রকৃতপক্ষে রোমানিয়ান তারকাকে খেলতে দেয়নি পিঠের ইনজুরি। তবে হ্যালেপ ভক্তদের জন্য সুখবর। পুরোপুরি ফিট হয়েই নতুন মৌসুমে কোর্টে নামতে যাচ্ছেন বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নারী এককের এক নম্বর খেলোয়াড়। শুরুটা করবেন সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট দিয়ে। টুর্নামেন্টের আয়োজক কর্তৃপক্ষই এক টুইট বার্তায় নিশ্চিত করেছে বিষয়টি। শুধু হ্যালেপ একা নন। সিডনির এই টুর্নামেন্টে খেলার নিশ্চয়তা দিয়েছেন জার্মানির এ্যাঞ্জেলিক কারবার এবং জাপানের নাওমি ওসাকাও। ২০১৮ সালের সবচেয়ে আলোচিত তারকা ওসাকা। এ বছরেই ক্যারিয়ারের প্রথম মেজর টুর্নামেন্ট জয়ের স্বাদ পান তিনি। জাপানের তরুণ প্রতিভাবান এই খেলোয়াড় বছরের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেন সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে। যদিওবা বছরের শেষ কয়েকটি টুর্নামেন্টে পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি ২০ বছরের এই তরুণ। হ্যালেপের জন্যও এ বছরটা বেশ গুরুত্বপূর্ণ ছিল। এ মৌসুমেই যে ক্যারিয়ারের প্রথম কোন গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জিতেন তিনি। ফ্রেঞ্চ ওপেনের মাধ্যমে। তিন টুর্নামেন্টের ফাইনাল খেলে বহুল প্রতিক্ষিত ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপার দেখা পান তিনি। নতুন বছরটা তাই তার জন্য বেশ গুরুত্বপূর্ণ। সমর্থকদেরও চোখ থাকবে হ্যালেপ-ওসাকাদের দিকে।
×