ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জের ৩টি আসনেই নৌকা জয়ী

প্রকাশিত: ০৬:৪২, ৩১ ডিসেম্বর ২০১৮

মুন্সীগঞ্জের ৩টি আসনেই নৌকা জয়ী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের তিনটি আসনেই বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে নৌকা প্রতীকের প্রার্থী। রবিবার রাতে সবগুলো কেন্দ্রের ফলাফলেল ভিত্তিতে রির্টার্নিং অফিসার বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে মহাজোটের প্রার্থী বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরী নৌকা প্রতীকে ২ লাখ ৮৬ হাজার ৬৮১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৮৮৮ ভোট। মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি-লৌহজং) আসনে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি নৌকা প্রতীকে ২ লাখ ১৫ হাজার ৩৮৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি প্রার্থী মিজানুর রহমান সিনহা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৬৫ ভোট। মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ৩ লাখ ১৩ হাজার ৩৫৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েরছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির সাবেক উপমন্ত্রী আব্দুল হাই ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৭৩৬ ভোট।
×