ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে জেএসসির পাশের হার ৯৭ দশমিক ৫ ভাগ

প্রকাশিত: ০১:৩৮, ২৪ ডিসেম্বর ২০১৮

বরিশালে জেএসসির পাশের হার ৯৭ দশমিক ৫ ভাগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৯৭ দশমিক ৫ ভাগ। এখানে জিপিএ ফাইভের সংখ্যা চার হাজার ৯০৬ জন। এবারও পাশের হার ও জিপিএ ফাইভের বেলায় ছাত্রীরা এগিয়ে। সোমবার দুপুর ১২টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আনোয়ারুল আজিম ফলাফর ঘোষণা করেন। তিনি জানান, এবার জেএসসি পরীক্ষায় এক লাখ ১৪ হাজার ৮৫৭জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এরমধ্যে ৬১ হাজার তিনশ” ছাত্রী আর ৫৩ হাজার ৫৫৭ জন ছাত্র। এদের মধ্যে পাশ করেছে ৫৯ হাজার ৯০৩ জন ছাত্রী আর ৫১ হাজার ৫৬৬ জন ছাত্র। পাশের হারে এগিয়ে রয়েছে ভোলা জেলা। গত বছরের চেয়ে পাশের হার দশমিক ৭৩ ভাগ বাড়লেও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে তিন হাজার ৫২৫টি। অপরদিকে ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিদ্যালয় প্রাঙ্গনে উচ্ছ্বাস প্রকাশ করেছে। ভাল ফলাফল হওয়ায় তারা খুবই খুশি।
×