ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকারের দুই মেয়াদের উন্নয়ন কার্যক্রম নিয়ে বই প্রকাশ

প্রকাশিত: ০৫:৫৫, ২৮ নভেম্বর ২০১৮

সরকারের দুই মেয়াদের উন্নয়ন কার্যক্রম নিয়ে বই প্রকাশ

বিশেষ প্রতিনিধি ॥ সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ জোট সরকারের টানা দুই মেয়াদে ১০ বছরের উল্লেখযোগ্য উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রকাশিত হয়েছে ‘বাংলাদেশ : অগ্রগতি ও উন্নয়নের দশ বছর’। উন্নয়নের সাফল্যে গাঁথা এসব কর্মকা- দেশবাসীর সামনে তুলে ধরতেও উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দলটি। ২০০৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে ‘রূপকল্প ২০২১’ তুলে ধরে। দেশের সাধারণ মানুষ বিশেষ করে তরুণ সমাজ আওয়ামী লীগ প্রণীত এই ‘রূপকল্প ২০২১’-এ তাঁদের আর্থ-সামাজিক উন্নয়নের সুস্পষ্ট দিকনির্দেশনা দেখতে পায়। এ কারণেই নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজয় লাভ করে। দিন বদলের যে সনদ আওয়ামী লীগ ঘোষণা করে ছিল তার কাক্ষিত সুফল মানুষ পেতে শুরু করে। পাঁচ বছর মেয়াদ শেষে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট আবারও নিরঙ্কুশ বিজয় অর্জন করে তৃতীয়বারের মতো সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। এই দশ বছরে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ আর্থ-সামাজিক সব খাতে বাংলাদেশ অর্জন করেছে বিস্ময়কর অগ্রগতি। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০১৫ সালে নি¤œ মধ্যম আয়ের দেশ এবং ২০১৮ সালে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি পেয়েছে। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত শেখ হাসিনা সরকারের উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে- বিদ্যুতের উৎপাদন ক্ষমতা প্রায় ২০ হাজার ৪৩০ মেগাওয়াটে উন্নীতকরণ; জাতীয় প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৮৬ শতাংশে উন্নীতকরণ; ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমানা নিয়ে বিরোধের নিষ্পত্তি; প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার স্থাপন; মাধ্যমিক পর্যায় পর্যন্ত সব শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ; কৃষকদের জন্য কৃষিকার্ড এবং ১০ টাকায় ব্যাংক হিসাব খোলা; বিনা জামানতে বর্গাচাষীদের ঋণ প্রদান; চিকিৎসাসেবার জন্য সারাদেশে প্রায় সাড়ে ১৮ হাজার কম্যুনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন; দারিদ্র্যের হার ২০০৫-০৬ সালের ৪১ দশমিক ৫ থেকে ২০১৭-২০১৮ বছরে ২১ শতাংশে হ্রাস; ভারতের সঙ্গে ছিটমহল বিনিময়; মাথাপিছু আয় ১ হাজার ৭৫১ ডলারে উন্নীতকরণ ইত্যাদি। শেখ হাসিনার সরকারের দশ বছরে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক এবং দ্বিপাক্ষিক ফোরামে বিশ্বশান্তি প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা, নারীর ক্ষমতায়নসহ ন্যায়-বিচার প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশ সোচ্চার ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ, এমডিজি ও সাউথ-সাউথ পুরস্কার, ইউনেস্কো কর্তৃক ‘শান্তিবৃক্ষ’, এজেন্ট অব চেঞ্জ, প্লানেট ৫০-৫০, গ্লোবাল উইমেন লিডারশীপ এ্যাওয়ার্ড, আপিএসের ইন্টারন্যাশনাল এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ডসহ বহুসংখ্যক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা ১০ বছরে মেয়াদে উল্লেখযোগ্য সাফল্যেগুলো সম্প্রতি প্রকাশ করা হয়েছে। এতে বিএনপি-জামায়াত জোট সরকারের সঙ্গে বর্তমান সরকারের সময় কয়েকটি তুলনামূলক চিত্র, ঈশ্বরদীতে পারমাণবিক বিদ্যুতকেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের পারমাণবিক ক্লাবের সদস্য হওয়া, মহাকাশে বাংলাদেশের পতাকা-সংবলিত নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে এলিট স্যাটেলাইট ক্লাবের সদস্য, রাজধানী ঢাকায় স্বপ্নের মেট্রোরেলের কাজ এগিয়ে যাওয়া, কঠোরহস্তে জঙ্গীবাদ দমন, বিচারহীনতার সংস্কৃতির অবসান, মানবিক কারণে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় ও সাহায্যের হাত বাড়িয়ে দেয়া, ঘরে ঘরে বিদ্যুত পৌঁছানোর মতো বড় বড় সাফল্যগুলোও তুলে ধরা হয়েছে এই প্রকাশনায়।
×