ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারী-৪ আসন উন্মুক্ত দাবিতে আওয়ামী লীগের মানববন্ধন

প্রকাশিত: ০৪:১৮, ২৮ নভেম্বর ২০১৮

নীলফামারী-৪ আসন উন্মুক্ত দাবিতে আওয়ামী লীগের মানববন্ধন

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ২৭ নবেম্বর ॥ নীলফামারী-৪ আসনে স্থানীয় আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার দাবি জানিয়ে সৈয়দপুর ও কিশোরীগঞ্জ আওয়ামী লীগ ও মোটর শ্রমিকের নেতৃবৃন্দ সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন। মঙ্গলবার দুপুরে সৈয়দপুর বাস টার্মিনালে গায়ে কাফনের কাপড় জড়িয়ে প্রায় দেড় ঘণ্টা এ অবরোধ ও মানববন্ধন পালিত হয়। এ সময় সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ ম-ল, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, শ্রমিক সংগঠনের সম্পাদক মোঃ মমতাজ আলী, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান লিটন বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এ আসনটি নানা কারণে আমাদের মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এছাড়া এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্যের বিকল্প নেই। তাই মহাজোটগতভাবে নয় এই আসনটি উন্মুক্ত চাই। এক্ষেত্রে যে কাউকেও দিলে সমস্যা হবে না। শ্রমিক নেতা মোঃ মমতাজ উদ্দিন বলেন, এ আসনটি মুক্তিযুদ্ধের পর থেকে আওয়ামী লীগের। বিগত সংসদ নির্বাচনের কথা বিবেচনা করে আমরা একজন ক্লিন ইমেজের নেতা চাই। মহাজোটের জাতীয় পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছে। এ খবর পেয়ে সৈয়দপুর জাতীয় পার্টির দুই গ্রুপের নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ র‌্যালি করেছে। গত সোমবার রাতে মহাজোট থেকে জাতীয় পার্টি এ আসনে তাদের প্রার্থী ঘোষণা করে। এতে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাগিনা আহসান আদেলুর রহমান আদেল ও বর্তমান এমপি শওকত চৌধুরীর নাম প্রকাশ করা হয়। মঙ্গলবার এ দুই প্রার্থী সৈয়দপুরে আসার পর বিভক্ত কর্মী-সমর্থকরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। শওকত চৌধুরী তার সমর্থকদের নিয়ে শহরে শোভাযাত্রা করেন।
×