স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর খানপুর বরফকল এলাকায় বিআইডব্লিউটিএ’র গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় গঠিত দুইটি তদন্ত কমিটির মধ্যে বিআইডব্লিউটিএ’র তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার বেলা এগারোটার দিকে তদন্ত কমিটি প্রধান বিআইডব্লিউটিএ’র পরিচালক (পোর্ট) শফিকুল হকের নেতৃত্বে ৭ সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন। এ সময় তদন্ত কমিটির সঙ্গে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক। তদন্ত কমিটি বেলা এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিআইডব্লিউটিএ’র গুদাম এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন। আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলো তারা পর্যবেক্ষণ করেন।
বিআইডব্লিউটিএর গুদামে আগুনের ঘটনায় তদন্ত কমিটি
প্রকাশিত: ০৪:২৭, ২৫ নভেম্বর ২০১৮
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: