ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশব্যাপী পরিবার কল্যাণ সপ্তাহ শুরু কাল

প্রকাশিত: ০৬:১৫, ২৩ নভেম্বর ২০১৮

দেশব্যাপী পরিবার কল্যাণ সপ্তাহ শুরু কাল

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী আগামীকাল শনিবার থেকে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা নিশ্চিত করি।’ এ প্রতিপাদ্যের মধ্য দিয়ে প্রচার সপ্তাহ শেষ হবে আগামী ২৯ নবেম্বর বৃহস্পতিবার। প্রচার সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্য সচিব (স্বাস্থ্য শিক্ষা বিভাগ) জি এম সালেহউদ্দিন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোস্তফা সারোয়ার জামান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (স্বাস্থ্য শিক্ষা) স্মৃতি রানী ঘরামি, অতিরিক্ত সচিব বদরুন নেছা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরিবার পরিকল্পনা অধিদফতরের উর্ধতন কর্মকর্তারা। স্বাস্থ্য সচিব বলেন, জনগণকে প্রত্যাশা অনুযায়ী সেবা দেয়া, সেবা নিতে উদ্বুদ্ধ করা এবং প্রতিটি কর্মীকে সেবা দিতে আরও উৎসাহিত হওয়ার জন্য পরিবার পরিকল্পনা অধিদফতর প্রতি বছর সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করে থাকে। দেশব্যাপী সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে বিভাগ ও জেলা পর্যায়ে এ্যাডভোকেসি ও প্রেস ব্রিফিং এবং উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসি সভা হবে।
×