ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিরপুর টেস্টে ভাল অবস্থানে থাকলেও এখন বোলারদের দায়িত্ব

আরেকবার ব্যাট করতে চায় না বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩৭, ১৩ নভেম্বর ২০১৮

আরেকবার ব্যাট করতে চায় না বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ সিলেট টেস্টের বিভীষিকাময় স্মৃতিটা পুরনো হয়নি। তবে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে দুইদিন পেরোতেই চালকের আসনে স্বাগতিক বাংলাদেশ। ৭ উইকেটে ৫২২ রান তুলে ইনিংস ঘোষণার পর জিম্বাবুইয়েকে এখন এর মধ্যেই দুইবার গুটিয়ে দেয়ার লক্ষ্য স্বাগতিকদের। ২১৯ রানের অপরাজিত ইনিংস গড়ে কয়েকটি রেকর্ডের জন্ম দেয়া মুশফিকুর রহীম জানালেন, দ্বিতীয় ইনিংস ব্যাটিং করতে চায় না বাংলাদেশ দল। তবে সেজন্য এখন বোলারদেরই মূল দায়িত্ব বলে মনে করেন তিনি। আজ তৃতীয় দিনের প্রথম সেশনটাকে তাই বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন মুশফিক। সোমবার ম্যাচের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি ৪২১ বল খেলা ও সর্বাধিক ৫৮৯ মিনিট ক্রিজে থাকার রেকর্ড গড়েছেন মুশফিক। প্রথম বাংলাদেশী ও টেস্ট ইতিহাসে প্রথম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির রেকর্ডও এখন তার। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ২১৯ রানের ইনিংস দখলে নেয়ার পর মুশফিক বলেন, ‘এই ইনিংসটি আমি আমার স্ত্রীকে উৎসর্গ করেছি। ইনিংসটা অনেক স্পেশাল ছিল এবং ও আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। এই মাঠে আমার প্রথম সেঞ্চুরি, এটা আমার ক্ষেত্রে মাইলফলক ছিল। এই ইনিংসটাকে গলের তুলনায় অনেক পরিণত বলতে পারেন। আমি এখানে বলও অনেক খেলেছি। আমার মনে হয় এটা ভাল ইনিংস ছিল। আমি এই ইনিংসে কোন রকম ঝুঁকি না নিয়েই খেলেছি। আমার যেগুলো প্রিয় শট, সেগুলো ছাড়াই যি আমি এত সহজে রান করতে পারি, এই বিশ্বাসটা এসেছে নিজের খেলার মধ্যে। আজহার আলীর রেকর্ড আমার মনে ছিল না। তাহলে বেশি চাপে থাকতাম।’ দারুণ একটা অবস্থানে আছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে জিম্বাবুইয়ে ১ উইকেটে ২৫ রান তুলে এখনও ৪৯৭ রানে পিছিয়ে। এ বিষয়ে মুশফিক বলেন, ‘উইকেট আস্তে আস্তে ভাঙছে। কাল (আজ) আরও উল্টাপাল্টা হবে। এই জন্য প্রথম ইনিংসটা যত বড় করা যায় সেই চেষ্টা করেছি। চেয়েছি আমাদের যেন পরে আবার ব্যাট না করতে হয়। আমরা এখন একটা ভাল অবস্থানে আছি, তবে আমার মনে হয় না সহজ হবে।’ তবে বাংলাদেশের চাওয়াটা পূর্ণ করতে হলে এখন ভাল বোলিং করাটাই জরুরী। এজন্য বোলারদের ওপর দায়িত্ব বলে মনে করেন মুশফিক, ‘আমাদের বোলারদের অনেক কাজ বাকি আছে। কারণ আমাদের বিশ উইকেট নিতে হবে। কাল (আজ) প্রথম সেশনটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথম সেশনটায় মনোযোগী হতে পারলে অবশ্যই ভাল কিছু হবে। প্রথম সেশনটা বেশি কঠিন ছিল আমাদের জন্য। সেই সময়ে ওদের সেরা বোলাররাই শুরু করেছিল। সেই ৮-১০ ওভার দেখে খেলা খুব গুরুত্বপূর্ণ। আমাদের বোলারদেরও একটু সময় দিতে হবে। কারণ, উইকেট এখনও ততটা ভাঙ্গেনি। আশা করছি, কালকে উইকেট থেকে আরও বেশি সহায়তা পাবে।’
×