ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদাকে কারাগারে পাঠানোর বৈধতা নিয়ে রিট

প্রকাশিত: ০৬:১৬, ১৩ নভেম্বর ২০১৮

খালেদাকে কারাগারে পাঠানোর বৈধতা নিয়ে রিট

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে কারাগারে পাঠানোর বৈধতা নিয়ে রিট আবেদন করা হয়েছে। সোমবার হাইকোর্টের বেঞ্চে এ রিট আবেদনের শুনানির জন্য কার্যতালিকায় ছিল। আজ মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানি হতে পারে বলে খালেদার আইনজীবী সূত্রে জানা গেছে। একই সঙ্গে রিটে বিশেষায়িত কোন হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশনা চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, কারা কর্তৃপক্ষ, বিএসএমএমইউ কর্তৃপক্ষসহ নয়জনকে বিবাদী করা হয়েছে। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী নওশাদ জমির হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন। খালেদার আরেক আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, বিএসএমএমইউতে খালেদা জিয়ার চিকিৎসা শেষ না করে কারাগারে পাঠিয়ে দেয়া হয়, যা মৌলিক অধিকারের পরিপন্থী। এ যুক্তিতে রিট আবেদনটি করা হয়। রিটে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে চিকিৎসাসেবা চলমান রাখার আরজি জানানো হয়েছে। রিটটি আদালতে সোমবার উত্থাপন করা হয়েছে, আজ মঙ্গলবার শুনানি হতে পারে। বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসেবা দিতে নির্দেশনা চেয়ে এর আগে খালেদা জিয়ার করা রিট আবেদনটি গত ৪ অক্টোবর নিষ্পত্তি করে কিছু নির্দেশনা ও পর্যবেক্ষণসহ আদেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশের পর চিকিৎসার জন্য ৬ অক্টোবর তাকে বিএসএমএমইউতে নেয়া হয়। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। প্রায় এক মাস চিকিৎসার পর ৮ নবেম্বর বিএসএমএমইউ থেকে তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে ফিরিয়ে নেয়া হয়। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে দ-িত হওয়ার পর থেকে খালেদা জিয়াকে রাখা হয়েছে নাজিম উদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে।
×