ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যালিফোর্নিয়ায় গুলি

‘মানসিকভাবে অসুস্থ সাবেক মেরিন সেনা দায়ী’

প্রকাশিত: ০৫:৩৬, ১০ নভেম্বর ২০১৮

 ‘মানসিকভাবে অসুস্থ  সাবেক মেরিন  সেনা দায়ী’

মানসিকভাবে অসুস্থ সাবেক এক মেরিন সেনাই ক্যালিফোর্নিয়ার ব্যস্ত বারে গুলি চালিয়ে এক পুলিশ সদস্যসহ ১২ জনকে হত্যা করেছে বলে ধারণা মার্কিন তদন্ত কর্মকর্তাদের। বুধবার স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটের দিকে লস এ্যাঞ্জেলসের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে থাউজেন্ড ওকস শহরে এ গুলির ঘটনা ঘটে। সে সময় ওই বারে দুই শ’-এর বেশি মানুষ ছিল। খবর বিবিসি। পুলিশ পরে সন্দেহভাজন হিসেবে ২৮ বছর বয়সী ইয়ান ডেভিড লংয়ের নাম জানায়। সাবেক এ মেরিন সেনার বিরুদ্ধে বাড়িতে ‘যুক্তিহীন আচরণের’ অভিযোগ ছিল, যদিও চলতি বছর পুলিশের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা ওই অভিযোগ থেকে তাকে মুক্তি দিয়েছিলেন। ক্যালিফোর্নিয়ার বারে ঢোকার আগে কালো পোশাক পরিহিত হামলাকারী বাউন্সারকে গুলি করেছিল, জানিয়েছে পুলিশ। গুলি চালানোর আগে বন্দুকধারী স্মোক গ্রেনেডও ছোড়ে, সে সময় বারের ভেতর শিক্ষার্থীদের কলেজ কাউন্টি মিউজিক চলছিল, ভাষ্য প্রত্যক্ষদর্শীদের। হামলাকারী একটি পয়েন্ট ৪৫ ক্যালিবার গ্লক সেমি-অটোমেটিক বন্দুক দিয়ে গুলি চালিয়েছিল। অস্ত্রটি বৈধ থাকলেও এর সঙ্গে ছিল বিস্তৃত ম্যাগাজিন, ক্যালিফোর্নিয়ার আইনে যা ব্যবহার করা নিষিদ্ধ। কতগুলো গুলি ছোড়া হয়েছিল কিংবা হামলার সময় বন্দুকে ফের গুলি ভরা হয়েছিল কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। পরে এক বিবৃতিতে মার্কিন সশস্ত্রবাহিনী জানায়, ইয়ান ডেভিড লং ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত মেরিন বাহিনীতে মেশিনগান চালাতেন। সর্বশেষ তিনি কর্পোরাল পদে দায়িত্বে ছিলেন।
×