ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইন্টারন্যাশনাল গেটওয়ের লাইসেন্সের জন্য আবেদন আহ্বান

প্রকাশিত: ০৬:০৭, ৬ নভেম্বর ২০১৮

ইন্টারন্যাশনাল গেটওয়ের লাইসেন্সের জন্য আবেদন আহ্বান

ফিরোজ মান্না ॥ ছয় বছর পর ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্স দিচ্ছে। সম্প্রতি আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গত ১৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিটিআরসির ওয়েবসাইটে। তাতে বলা হয়েছে, বাংলাদেশী, অনাবাসী বাংলাদেশী বা যৌথ উদ্যোগে এ আবেদন করতে পারবেন। তবে তাদের জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত হতে হবে। আবেদন করার সময় বেঁধে দেয়া হয়েছিল ১০ অক্টোবর পর্যন্ত। অবৈধ ভিওআইপি বন্ধের জন্য আইজিডব্লিউ লাইসেন্স বাড়ানো হচ্ছে। এর আগে লাইসেন্স বাড়িয়েও অবৈধ ভিওআইপি কল বন্ধ করা সম্ভব হয়নি। বিটিআরসি জানিয়েছে, আগ্রহীরা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিয়েছে। এখন কমিশন আবেদনগুলো মূল্যায়ন করছে। মূল্যায়নের পর যোগ্যদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। কত সংখ্যক লাইসেন্স দেয়া হবে তা মন্ত্রণালয় নির্ধারণ করবে। তবে বিটিআরসির এক কর্মকর্তা বলেন, ৬টি আইজিডব্লিউ লাইসেন্স দেয়া হবে। আরও বেশিও হতে পারে। ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আন্তর্জাতিক কল আদান প্রদানের জন্য আইজিডব্লিউ লাইসেন্স দেয়া হচ্ছে। অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কল বন্ধ করার জন্য নতুন করে আরও কয়েকটি লাইসেন্স দেয়া হবে। এই সরকারের মেয়াদের মধ্যেই লাইসেন্সগুলো দেয়ার সিদ্ধান্ত হয়েছে। বিটিআরসি আবেদনগুলো মূল্যায়ন করার পর মন্ত্রণালয়ে আসলে আমরা সিদ্ধান্ত নেব কয়টা লাইসেন্স দেব। তবে একাধিক লাইসেন্স দেয়া হবে।
×