ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে নৈশভোজে আমন্ত্রণ

প্রকাশিত: ০৭:৪৬, ৩০ অক্টোবর ২০১৮

ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে নৈশভোজে আমন্ত্রণ

স্টাফ রিপোর্টার ॥ সংলাপে বসার ব্যাপারে আওয়ামী লীগের সাড়া দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সংলাপে রাজি হওয়ার পর ঐক্যফ্রন্ট নেতা মোস্তফা মহসিন মন্টুকে ফোন করে গণভবনে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ড. কামালের দল গণফোরাম সাধারণ সম্পাদক মন্টু সোমবার রাতে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এদিকে একাদশ সংসদ নির্বাচনের তফসিলের আগে ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে রাজি হওয়ার বিষয়টি সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানান কাদের। এর পরপরই ঐক্যফ্রন্ট নেতারা মতিঝিলে ব্যারিস্টার মওদুদের কার্যালয়ে বৈঠকে বসেন। এর মধ্যেই মন্টুর মোবাইলে কাদেরের ফোন কল। পরে তিনি সাংবাদিকদের জানান, সোয়া আটটার দিকে আমাকে ফোন করেন। ওবায়দুল কাদের জানতে চেয়েছেন, কত সদস্যের টিম সংলাপে ফ্রন্টের পক্ষে থাকবে। আমি বলেছি, মঙ্গলবার আমরা আপনাকে বিষয়টি জানাতে পারব। গণভবনে নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক চিঠি দেয়া হবে বলে মন্টুকে জানিয়েছেন কাদের। মন্টুর ধারণা, বুধবারই সংলাপ হতে পারে। এই সংলাপে প্রায় ১৫ সদস্যের একটি দল অংশ নিতে পারে। প্রসঙ্গত, সংলাপের উদ্যোগ নেয়ার আহŸান জানিয়ে রবিবার ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেয়া হয়। মওদুদ আহমদ পরে সাংবাদিকদের বলেন, আমরা জানতে পারলাম আমাদের আহŸানে সাড়া দিয়ে সংলাপের জন্য আমাদের আমন্ত্রণ জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তকে স্বাগত জানাই।
×