ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্রেনেড হামলায় আহত মোস্তফা কামাল ফকিরের চিকিৎসায় সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৪১, ২৮ অক্টোবর ২০১৮

গ্রেনেড হামলায় আহত মোস্তফা কামাল ফকিরের চিকিৎসায় সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ একুশ আগস্টের গ্রেনেড হামলায় মারাত্মক আহত মোঃ মোস্তফা কামাল ফকিরের (৬৮) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। পিরোজপুর সদর থানাধীন ৩৪ কুমির মরা গ্রামে তাঁর বাড়ি। তিনি বর্তমানে নানা রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। গ্রেনেড হামলায় স্পিøন্টারের আঘাতে তাঁর মস্তিষ্কে সমস্যা দেখা দিয়েছে। মেরুদ-ের জটিলতার কারণে স্বাভাবিক চলাফেরা করতে পারেন না। পাশাপাশি রয়েছে হার্টের সমস্যা। নদীভাঙ্গনের কবলে পড়ে তাঁর পরিবার হয়েছে নিঃস্ব। সহায়-সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়েছে তাঁর পরিবার। তাঁর পাঁচ ছেলে ও এক মেয়ে। এক ছেলে মানসিক ভারসাম্যহীন, দু’ ছেলে শিক্ষাজীবন শেষ করে বেকার অবস্থায় রয়েছে। দু’ছেলে ও মেয়ে লেখাপাড়া করছে। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়েছে তাঁর পরিবার। জরুরীভিত্তিতে উন্নত চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু রোগীর পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, মোস্তোফা কামালের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তাঁর অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭২৫৪৮৪৫৬৩ ও ০১৭২৭৭১৯১৮১। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×