ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় কাল ॥ খালেদা জিয়ার সর্বোচ্চ ৭ বছর জেল চায় দুদক

প্রকাশিত: ০৫:৩৭, ২৮ অক্টোবর ২০১৮

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় কাল ॥ খালেদা জিয়ার সর্বোচ্চ ৭ বছর জেল চায় দুদক

বিকাশ দত্ত ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আরও একটি দুর্নীতি মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। জিয়া অরফানেজ ট্রাস্ট (এতিমখানা) দুর্নীতি মামলার পর এবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট (দাতব্য) দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য কাল সোমবার (২৯ অক্টোবর ) দিন ধার্য করেছে বিচারিক আদালত। ১৬ অক্টোবর রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে ঢাকার অস্থায়ী ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোঃ আখতারুজ্জামান এ দিন নির্ধারণ করেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেছেন, আমরা এ মামলায় খালেদা জিয়াসহ অন্যান্য আসামির সর্বোচ্চ শাস্তি ৭ বছরের কারাদ- চেয়েছি। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার বলেছেন, খালেদা জিয়া নির্দোষ। তিনি কোন অপরাধ করেননি। অপর আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেছেন, যেহেতু আপীল বিভাগে এ মামলার বিষয়টি আজ রবিবার আপীল বিভাগে আছে সেজন্য এ বিষয়ে কিছু বলতে চাই না। আপীলে কি হয় দেখা যাক। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া আদালতে না আসায় তার অনুপস্থিতিতে বিচার চলবে বলে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আবেদনের শুনানি আজ রবিবার আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে। ২৫ অক্টোবর চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ দিন নির্ধারণ করেন। মামলাটি কজলিস্টে তিন নম্বর আইটেমে রাখা হয়েছে। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুদক ও রাষ্ট্রপক্ষের আপীল শুনানি শেষে ২৪ অক্টোবর বুধবার আদেশের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার আইনজীবীর আবেদনের পর আদালত আজ রবিবার পর্যন্ত মামলার বিষয়টি মুলতবি করে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমম্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ মামলাটি চলছে। এর আগে জিয়া অরফানেজ ট্র্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সনকে গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদ- দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মোঃ আখতারুজ্জামান। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ রায়ের পর এবার দ্বিতীয় রায়টি হবে ২৯ অক্টোবর। এ দুটি দুর্নীতি মামলা ছাড়াও খালেদা জিয়ার বিরুদ্ধে আরও তিনটি দুর্নীতি মামলাসহ ৩৪টি মামলা রয়েছে। দুর্নীতি মামলাগুলোর মধ্যে রয়েছে, নাইকো দুর্নীতি মামলা, গ্যাটকো দুর্নীতি মামলা ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা।
×