ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ দলে চার নতুন মুখ

প্রকাশিত: ০৬:৪১, ২৬ অক্টোবর ২০১৮

বাংলাদেশ দলে চার নতুন মুখ

স্পোর্টস রিপোর্টার ॥ সাকিব আল হাসান ও তামিম ইকবাল জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজেও থাকবেন না, তা আগে থেকেই নিশ্চিত ছিল। সেই সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে দলে যে ওলট-পালট দেখা যাবে, তাও বোঝা গেছে। কিন্তু এমনই হলো, টেস্ট দলে চার নতুন মুখ ঢুকে গেল। খালেদ আহমেদ, আরিফুল হক, মোহাম্মদ মিঠুন ও নাজমুল ইসলাম অপু প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেলেন। এ ক্রিকেটারদের মধ্যে আরিফুল, মিঠুন ও অপু পরিচিত মুখই। কিন্তু খালেদ একেবারেই আনকোরা বলা চলে। সেই হিসেবে নতুন মুখের সঙ্গে খালেদের দলে যুক্ত হওয়াটা চমকই বলা চলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ নবেম্বর প্রথম টেস্ট ও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১১ নবেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে। এ টেস্ট সিরিজের দলে সর্বশেষ সিরিজের স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন পেসার রুবেল হোসেন। অসুস্থতার জন্য তিনি ওয়ানডে সিরিজেও এখন পর্যন্ত খেলতে পারেননি। টেস্ট দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে তিনি ইনজুরির জন্য খেলতে পারেননি। সর্বশেষ টেস্ট সিরিজ থেকে জায়গা হারিয়েছেন কামরুল ইসলাম রাব্বি ও নুরুল হাসান সোহানও। বৃহস্পতিবার জিম্বাবুইয়ে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে মাহমুদুল্লাহ রিয়াদ নেতৃত্ব দেবেন টেস্ট সিরিজে। জিম্বাবুইয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াড নিয়ে যখন ভাবনা তখন রাজশাহীতে আগুন ঝরাচ্ছিলেন খালেদ আহমেদ। সিলেট বিভাগের এই পেসার দুই ইনিংসে ৫ উইকেট করে নিয়েছেন। ম্যাচে ১০ উইকেট নিয়ে ঢাকা মেট্রোকে উড়িয়ে দিয়েছেন চতুর্থ রাউন্ডের ম্যাচে। প্রথমবারের মতো টেস্ট দলে ডাকও পেয়ে গেলেন। ২০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ২২টি। ২৬ বছর বয়সী পেসার খালেদ বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলে বহুদিন ধরেই আছেন। ‘এ’ দলেও খেলেছেন। তবে পরিচিতি তেমন পাননি। বোলিংয়ে দারুণ গতি তার। খালেদকে নেয়ার ব্যাপারে বৃহস্পতিবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, ‘খালেদ এইচপি ও ‘এ’ দলে খুব ভাল বোলিং করেছে। শুধু এইচপিতেই নয়, আমি মনে করি এই মুহূর্তে সে বাংলাদেশের সেরা তিন গতিময় বোলারের একজন।’ বোঝাই যাচ্ছে, গতিই খালেদকে টেস্ট দলে সুযোগ করে দিয়েছে। খালেদের সঙ্গে আরিফুর, মিঠুন ও অপুও প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন। তবে খালেদকে যেহেতু একেবারেই নতুন মুখ, তাই এ পেসারকে নিয়েই যত আলোচনা হচ্ছে। টেস্টের ১৫ সদস্যের দল ॥ মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, খালেদ আহমেদ এবং নাজমুল ইসলাম অপু।
×