ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মহাসমাবেশের জন্য যানজট

এরশাদ দুঃখ প্রকাশ করলেন

প্রকাশিত: ০৬:৫৫, ২৩ অক্টোবর ২০১৮

এরশাদ দুঃখ প্রকাশ করলেন

স্টাফ রিপোর্টার ॥ গত ২০ অক্টোবর অনুষ্ঠিত সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ সফল করায় পার্টির সর্বস্তরের নেতা-কর্মী, গণমাধ্যম কর্মী, প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়াম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার এক অভিনন্দন বার্তায় হুসেইন মুহম্মদ এরশাদ বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপিকে। অভিনন্দন বার্তায় তিনি বলেন, আবারও প্রমাণ হলো- এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি সব সময় দুঃসাহসী চ্যালেঞ্জ নিতে সিদ্ধহস্ত। স্বল্প সময়ের নোটিসে এত বড় আয়োজন সফল করে আমাদের সবাইকে মুগ্ধ করেছে। অভিনন্দন বার্তায় হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, তৃণমূল নেতা-কর্মীদের স্বতঃফূর্ত অংশগ্রহণে ২০ অক্টোবরের মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। পার্টির প্রতি নেতা-কর্মীদের আনুগত্য এবং দায়িত্ববোধ আমাদের সাহসী করেছে। শত সীমাবদ্ধতা পেরিয়ে লাখ লাখ নেতা-কর্মী সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে শক্তিমত্তার প্রমাণ দিয়েছে, যা আমাদের আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মিলিত জাতীয় জোটের শরিক দলগুলোর নিবেদিত নেতা-কর্মীরা মহাসমাবেশে অংশ নিয়ে সমাবেশ সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের প্রতি ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। প্রচ- ভিড়ে অসহ্য গরম সহ্য করে গণমাধ্যম কর্মীরা মহাসমাবেশের খবর সংগ্রহ করেছেন। সিএমএইচে ভাল আছেন এরশাদ ॥ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভাল আছেন। সোমবার বিকেলে জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী এমন দাবি করেছেন।
×