ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৬:১০, ১৭ অক্টোবর ২০১৮

টুকরো খবর

শিশু গৃহপরিচারিকার ওপর নির্যাতন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের মদিনা সড়কের একটি বাসা থেকে নির্যাতনের শিকার গৃহপরিচারিকা লামিয়া আক্তার মরিয়মকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে শিশু গৃহপরিচারিকাকে নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী শারমিন আক্তারকে (৩০) আটক করা হয়েছে। খবর পেয়ে গৃহকর্তা আশরাফুল ইসলাম চৌধুরী পালিয়ে যায়। পুলিশ জানায়, এ ঘটনায় মঙ্গলবার সকালে শারমিন আক্তার ও তার স্বামী আশরাফুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানতে পারে, এয়ারপোর্ট থানাধীন ২৯নং ওয়ার্ডের মদিনা সড়কের ‘আকাশ মঞ্জিল’ নামক বহুতল ভবনের চতুর্থ তলার ভাড়া বাসায় লামিয়া আক্তার মরিয়ম নামের ১০ বছরের এক শিশু গৃহপরিচারিকাকে আটকে নির্যাতন চালানো হচ্ছে। সোমবার রাতে ওই বাসায় অভিযান চালিয়ে নির্যাতিত শিশু লামিয়া আক্তারকে উদ্ধার করা হয়। মাদক বিক্রেতাদের গুলিবিনিময় স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মাদকবিক্রেতাদের দু’পক্ষের গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার ভোরে নগরীর মতিহার থানার চরশ্যামপুর বালুঘাট এলাকায় এই গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ মাদকবিক্রেতা জার্জিসকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে মহানগরীর পঞ্চবটি খড়বোনা এলাকার আবুল কাশেমের ছেলে। বিদ্যুতস্পৃষ্টে হোমিও চিকিৎসকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৬ অক্টোবর ॥ বিদ্যুতস্পৃষ্টে বশির আহমেদ বিপ্লব (২৭) নামে এক হোমিও প্যাথিক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিচপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বশির আহমেদ বিপ্লব ওই গ্রামের রওশন মাস্টারের ছেলে। অতিরিক্ত কাবিন নির্ধারণে বরের আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ১৬ অক্টোবর ॥ এক বাল্য বিয়েতে অতিরিক্ত কাবিন নির্ধারণ করায় আত্মহত্যা করেছে আলমগীর (২৭) নামে এক যুবক। সোমবার রাতে উপজেলার বড়তলী বানিহারী ইউনিয়নের রতিয়ারকোনা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার রতিয়ারকোনার আব্দুর রাজ্জাকের ছেলে আলমগীর এর সঙ্গে বারহাট্টা উপজেলার বাউশি গ্রামের সাইফুল মিয়ার মেয়ে বাউশি হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী লিপি আক্তারের বিয়ে হয়। সোমবার বিয়ে পড়ানোর সময় ১০ লাখ টাকার কাবিন দাবি করেন কনে পক্ষ, বিপরীতে এক লাখ টাকার কাবিন দিতে রাজি হয় বরপক্ষ। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিত-ার এক পর্যায়ে সাড়ে পাঁচ লাখ টাকার কাবিন দিতে বাধ্য হয় বরপক্ষ। বাউফলে শিক্ষা অফিসারকে হুমকি নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৬ অক্টোবর ॥ উপজেলা শিক্ষা অফিসারকে হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকিসহ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এক প্রধান শিক্ষক। জানা গেছে, দক্ষিণ-পূর্ব মদনপুরা সরকারী প্রাইমারী স্কুলে প্রধান শিক্ষক পোস্টিং দেয়ার ঘটনাকে কেন্দ্র করে সদর ইউনিয়নের কায়না বাঁশবাড়িয়া সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আশ্রাফ আলী খান সোমবার শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল হকের কার্যালয়ে গিয়ে তাকে গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকি দেন। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল হক জেলা শিক্ষা অফিসারকে অবগত করেন।
×