ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

পাঁচদিনের সফর শেষ সুরেশ প্রভুর ঢাকা ত্যাগ

প্রকাশিত: ০৫:৩১, ২৯ সেপ্টেম্বর ২০১৮

 পাঁচদিনের সফর শেষ সুরেশ প্রভুর ঢাকা ত্যাগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পাঁচদিনের সফর শেষে শুক্রবার সকালে ঢাকা ত্যাগ করেন ভারতের বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু। এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাতে ঢাকা আসলে ওই দিন বিমান বন্দরে তাঁকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এর পরের দিন মঙ্গলবার সকালে তিনি বাণিজ্যমন্ত্রীর সঙ্গে হেলিকপ্টারে ভোলা সফরে যান। বাংলাদেশের গ্রাম স্বচক্ষে দেখেন। ব্যস্ততম দিন পার করে ওই দিন সন্ধ্যায় তোফায়েল আহমেদের দেয়া নৈশভোজে অংশগ্রহণ করেন সুরেশ প্রভু। এর পরের দিন বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাণিজ্যমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দু’দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করার সিদ্ধান্ত নেয়া হয়। সুবিধাজনক যেকোন সময়ে এই চুক্তি করা হতে পারে। বৃহস্পতিবার স্কয়ার গ্রুপের কয়েকটি কারখানা পরিদর্শনে যান ভারতীয় বাণিজ্যমন্ত্রী।
×