ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মহারাষ্ট্রে গণেশ বিসর্জন দিতে গিয়ে ১৮ জনের মৃত্যু

প্রকাশিত: ০৬:০২, ২৬ সেপ্টেম্বর ২০১৮

মহারাষ্ট্রে গণেশ বিসর্জন দিতে গিয়ে ১৮ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্র রাজ্যে ১১ দিন ধরে চলা গণেশ পূজা উৎসব শেষে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ১৮ জন ডুবে মারা গেছে। রবিবার ‘অনন্ত চতুর্দশী’ বা চূড়ান্ত দিনের শেষে বিসর্জন শুরু হলেও এ বিসর্জন উৎসব ৩০ ঘণ্টা পর সোমবার বিকেলে শেষ হয়। ১৩ সেপ্টেম্বর শুরু হওয়া মহারাষ্ট্রের সবচেয়ে বড় এ উৎসবের শেষে পুরো রাজ্যজুড়ে লাখ লাখ গণেশ মূর্তি বিসর্জন দেয়া হয়েছে। গণেশ ভক্তরা নেচে গেয়ে তাদের দেবতার মূর্তি আরব সাগর, সাগরের খাঁড়ি, বিভিন্ন নদী, হ্রদ, পুকুর, কুঁয়া ও অন্যান্য জলাশয়ে বিসর্জন দেয়। খবর এনডিটিভি। কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার বিকেল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মুম্বাইয়ের ভা-পে একজন, পুনেতে চারজন, রতনগিরিতে তিনজন, জালনায় তিনজন, ভানদারায় দুইজন, সাতারায় দুইজন এবং নানদেদ, বুলধানা ও আহমেদনগরে একজন করে ডুবে মারা যায়। সোমবার সকালে গিরগাউম চৌপট্টি এলাকায় আরব সাগরে গণেশ বিসর্জনের সময় অতিরিক্ত লোক বোঝাই একটি নৌকা উল্টে যায়। এখান থেকে তিন বালিকাসহ অন্তত পাঁচজনকে উদ্ধার করা হয়। মুম্বাইয়ের উত্তরপশ্চিমাংশে কান্দিভালি এলাকায় বিসর্জন দেয়ার সময় গণেশের বিশাল একটি মূর্তি ভক্তদের ওপর উল্টে পড়ে অন্তত ১৭ জন আহত হয়। মাদাগাস্কারে মার্কিন কূটনীতিকের মৃতদেহ উদ্ধার মাদাগাস্কারে দায়িত্বরত এক মার্কিন কূটনীতিককে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। লাশ পাওয়ার পর এক সন্দেহভাজনকে হেফাজতে নেয়া হয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়। -ওয়েবসাইট
×