ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করবেন ব্রেনান

প্রকাশিত: ০৬:০৮, ২১ আগস্ট ২০১৮

 ট্রাম্পের বিরুদ্ধে মামলা করবেন ব্রেনান

যুক্তরাষ্ট্রের সাবেক সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক জন ব্রেনান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন। প্রেসিডেন্ট তার সিকিউরিটি ক্লিয়ারেন্স সংক্রান্ত বিশেষ ক্ষমতা কেড়ে নেয়ার পর এ হুমকি দেন তিনি। খবর গার্ডিয়ানের। রবিবার এনবিসি চ্যানেলে প্রচারিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ব্রেনান বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন, তার সিকিউরিটি ক্লিয়ারেন্স কেড়ে নেয়ার কোন ক্ষমতা নেই ট্রাম্পের। ইতোমধ্যে ট্রাম্পের নজিরবিহীন পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়ে ১৩ জন সাবেক শীর্ষ গোয়েন্দারা এক চিঠিতে বিষয়টিকে অসামঞ্জস্যপূর্ণ ও অভূতপূর্ব বলে অভিহিত করেন। ব্রেনান জানান, তিনি আইনী পদক্ষেপ গ্রহণের কথা বিবেচনা করছেন। তিনি বলেন, এজন্য তিনি কয়েকজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছেন ও সক্রিয়ভাবে বিকল্প ব্যবস্থা নিয়ে পরামর্শ করছেন। তিনি এনবিসিকে বলেন, তার বিরুদ্ধে নিরাপত্তা অনুমোদন সংক্রান্ত বিষয়টি ট্রাম্পের প্রত্যাহার করা হলো বর্তমান ও সাবেক সরকারী কর্মকর্তাদের প্রদর্শনের চেষ্টা মাত্র। এটি একটি স্পষ্ট সঙ্কেত যে যদি আপনি তাকে অতিক্রম করেন তবে তিনি আপনাকে শাস্তি দেয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করবেন, ব্রেনান ট্রাম্পের এই পদক্ষেপটিকে গুরুতর ক্ষমতার অপব্যবহারের উদাহরণ বলে অভিহিত করেন।
×