ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৬:৪০, ১০ আগস্ট ২০১৮

সুন্দরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৯ আগস্ট ॥ সুন্দরগঞ্জ উপজেলায় কঞ্চিবাড়ি ইউনিয়নে সোলায়মান হোসেন (২) ও তুহিন মিয়া (৪) নামে দুই শিশু বৃহস্পতিবার পানিতে ডুবে মারা গেছে। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের কালির খামার গ্রামের ময়নুল হোসেনের শিশু ছেলে সোলায়মান সবার অজান্তে হামাগুড়ি দিয়ে গিয়ে বাড়ির উঠোনের সামনের পুকুরে পড়ে ডুবে যায়। পরে পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। একইদিন দুপুরে ওই ইউনিয়নের দুলাল গ্রামের রেজাউল মিয়ার ছেলে তুহিন মিয়া বাড়ির উঠোনের পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাদারীপুরে শিশু নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, বৃহস্পতিবার সকালে রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামে পানিতে ডুবে এনায়েত (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি পশ্চিম স্বরমঙ্গল গ্রামের মোশারফ শেখের ছেলে। জানা গেছে, রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের মোশারফ শেখের শিশুপুত্র এনায়েত বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী পুকুরপাড়ে খেলতে গিয়ে সবার অলক্ষ্যে পানিতে পড়ে যায়। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখে এনায়েতকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
×