ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ০৭:০৬, ৯ আগস্ট ২০১৮

শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামপাল তাপ বিদ্যুত কেন্দ্রের (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেড) উদ্যোগে রামপাল উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, পানির বোতল ও ছাতা বিতরণ করা হয়েছে। রামপাল পাওয়ার প্লান্টের কমিউনিটি উন্নয়ন কর্মকা-ের অংশ হিসেবে উপজেলার ৪টি স্কুলের প্রায় ৮০০ শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে এসব বিতরণ করা হয়। এ লক্ষ্যে উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে বুধবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন রামপাল-মংলার সংসদ সদস্য হাবিবুন নাহার। প্রকল্প পরিচালক এসসি পান্ডের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপপ্রকল্প পরিচালক রেজাউল করিম, প্রধান মানব সম্পদ কর্মকর্তা কাজী নজরুল ইসলাম প্রমুখ। চাল বিতরণ স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আসন্ন ঈদকে সামনে রেখে ঈশ্বরদী পৌরসভার নয় ওয়ার্ডের দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পৌরসভা চত্বরে চাউল বিতরণ উদ্বোধন করেন প্যানেল মেয়র সাইদ হাসান শিমুল। এ সময় পৌর কাউন্সিলর ইউসুব আলী প্রধান, কামাল হোসেন, রহিমা বেগম, ফরিদা বেগম, আবুল হাসেম, সচিব জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী আব্দুল আওয়ালসহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পৌর এলাকার চার হাজার পাঁচশ’ জন কার্ডধারী দুস্থ মানুষের মধ্যে প্রতি জনকে বিশ কেজি করে মোট নব্বই টন চাল বিতরণ করা হয়।
×