ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনের নামে প্রহসন ॥ রিজভী

প্রকাশিত: ০৬:০৭, ৩১ জুলাই ২০১৮

নির্বাচনের নামে প্রহসন ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ তিন সিটি কর্পোরেশনে নির্বাচনের নামে প্রহসন হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গাজীপুর এবং খুলনা সিটিতে অল্প কিছু ভোটার ভোট দিতে পারলেও রাজশাহী বরিশাল এবং সিলেটে তাও সম্ভব হয়নি। রাজশাহী, বরিশাল এবং সিলেটে অধিকাংশ কেন্দ্র দখল করে নেয় ক্ষমতাসীনরা। এটা ভোট নয় ভোটের নামে প্রহসন হয়েছে উল্লেখ করেন। সোমবার তিন সিটিতে ভোট গ্রহণ শেষে বিকেলে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, রাজশাহী এবং বরিশালের সবগুলো কেন্দ্রেই বিএনপির পোলিং এজেন্টদের বের করে ক্ষমতাসীনরা ‘ভোট কারচুপি, জালিয়াতি ও সন্ত্রাস করেছে। আওয়ামী লীগ লুটের মালের মতো একচেটিয়া জালভোট ও ভোট সন্ত্রাসের কৃতিত্বে আত্মপ্রসাদ লাভ করেছে। আর সেজন্যই তারা উৎসবে মেতে উঠেছে। তিনি বলেন, ভোটে আওয়ামী সন্ত্রাসীদের দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছে পুলিশ। তিন সিটিতে একচেটিয়া পুলিশ কর্তৃক নৌকা প্রতীকে সিল মারা ন্যাক্কারজনক কর্মকা- দৃশ্যমান হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে বলেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে কমিশন জানিয়ে দিল সুষ্ঠু নির্বাচনের জন্য নয়, তারা অবৈধ সরকারের প্রতিনিধি। সরকারের ইচ্ছায় ইসি তিন সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রহসনের সহযোগী হলেন। সুতরাং অবৈধ সরকারের হুকুম তামিল করা ছাড়া তারা অন্য কোনও কাজের জন্য নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করতে আসেনি। কমিশন আইনে স্বাধীন নয়, তারা রাজভৃত্য উল্লেখ করেন। গণমাধ্যমের সাংবাদিকদেরও দায়িত্ব পালনে ব্যাপক বাধা দেয়া হয়েছে বলেও দাবি করে বলেন, কোথাও কোথাও তাদের শারীরিকভাবেও আঘাত করা হয়েছে। তবে সেদিন আর বেশি দূরে নয়, যখন জনগণের অধিকার কেড়ে নেয়া দখলের রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ সরকারের মসনদকে উল্টে দেবে। তিনি বলেন, আবারও প্রমাণিত হলো- এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার আজ্ঞাবাহী প্রধান কমিশনারের নেতৃত্বে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। বরিশাল বিএনপির প্রার্থীর ভোট বর্জনের বিষয়ে বলেন, স্থানীয় অবস্থা বুঝে স্থানীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছেন। দলীয় মহাসচিব আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে তিন সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।
×