ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বাধীন বাংলাদেশই ছিল বঙ্গবন্ধুর রাষ্ট্রভাবনা ॥ তোফায়েল

প্রকাশিত: ০৬:০৬, ৩১ জুলাই ২০১৮

স্বাধীন বাংলাদেশই ছিল বঙ্গবন্ধুর রাষ্ট্রভাবনা ॥ তোফায়েল

স্টাফ রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, স্বাধীন বাংলাদেশই ছিল বঙ্গবন্ধুর রাষ্ট্রভাবনা। জাতির জনক শেখ মুজিবুর রহমান শুধু মহান নেতাই নন দূরদৃষ্টিসম্পন্ন মানুষ। লক্ষ্য নির্ধারণ করে যদি কেউ রাজনীতি করে, সেই লক্ষ্যে যদি কেউ অবিচল থাকে Ñ তবে তিনি লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন। বঙ্গবন্ধু ছিলেন তার সবচেয়ে বড় উদাহরণ। বঙ্গবন্ধু পাকিস্তান আন্দোলনেও যুক্ত হয়েছিলেন, তবে তাঁর রাষ্ট্রভাবনায় ছিল বাঙালীর স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। ১৯৭১ সালে তাঁরই নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের গবেষণা গ্রন্থ বঙ্গীয় মুসলিম লীগ পাকিস্তান আন্দোলন ঃ বাঙালীর রাষ্ট্রভাবনা ও বঙ্গবন্ধু’র প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃৃতায় তিনি এসব কথা বলেন। সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা করেন অধ্যাপক ড. রওনক জাহান, লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থটির প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। হারুন-অর-রশিদ বলেন, পাকিস্তান প্রতিষ্ঠার পর ২৩ বছরেই বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। এই রাষ্ট্রের আকাঙ্খা বাঙালী জাতরি মনে আরও বহু আগে থেকেই পুঞ্জীভূত হয়েছে। বঙ্গবন্ধু সেই সুদীর্ঘকালের প্রত্যাশাকে বাস্তবে রূপ দিয়েছিলেন। তিনি বাঙালীর স্বাধীন রাষ্ট্রপ্রতিষ্ঠায় ‘কালের কা-ারি’ হিসেবে আবির্ভূত হয়েছিলেন বাঙালী জাতির জীবনে। বইটি দুটি ভাগে বিভক্ত। প্রথম ভাগে রয়েছে ‘ভারত বিভাগ : পূর্ব বাংলার রাজনীতি ও বঙ্গবন্ধু’। এতে তিনি নয়টি পর্বে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। দ্বিতীয় ভাগে রয়েছে ‘পাকিস্তান পর্বের রাজনীতি : বাঙালীর জাতীয় মুক্তির স্বপ্নপূরণ’। এটাও তিনি আটটি বিভক্ত করে ব্যাখ্যা করেছেন। বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন হাশেম খান। গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।
×