ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যশোরে মানববন্ধনে নেতৃবৃন্দ

‘সরকারী চাকরিতে দলিতদের কোটা চাই’

প্রকাশিত: ০৬:৫৬, ৩০ জুলাই ২০১৮

   ‘সরকারী চাকরিতে  দলিতদের   কোটা চাই’

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সরকারী চাকরিতে দলিতদের জন্য কোটা প্রবর্তনসহ ৫ দফা দাবি জানিয়ে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) যশোর শাখার উদ্যোগে রবিবার দুপুরে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। ৫দফা দাবির মধ্যে রয়েছে দলিতদের জন্য সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে কোটার প্রবর্তন, দলিতদের শিক্ষা ও যোগ্যতা অনুযায়ী যেকোন কাজ বা পেশায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, সরকারী ও বেসরকারী যে কোন চাকরিতে প্রবেশের ক্ষেত্রে দলিতদের প্রতি জাত- পাতভিত্তিক বৈষম্য বন্ধ করা, দলিতদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশে সামাজিক সুরক্ষা কর্মসূচী, দক্ষতা প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তার ব্যবস্থা করা এবং বিকল্প পেশায় যাওয়ার সক্ষমতা ও সুযোগ সৃষ্টি না হওয়া পর্যন্ত সরকারী, আধাসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন, পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীর পেশায় আগ্রহী দলিতদের অগ্রাধিকার দেয়া। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন এডাব যশোরের সদস্য সচিব শাহাজাহান নান্নু, অশ্রুমোচনের নির্বাহী পরিচালক শোভা রাণী বাড়ুই, বন্ধু এইড’র পরিচালক দশরথ ম-ল, সহসভাপতি আলমগীর সিদ্দিক প্রমুখ। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন বিডিইআরএমের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিভুতোষ রায়, জেলা কমিটির সাবেক সহসভাপতি নির্মল মল্লিক, সূর্য্যকান্ত বিশ্বাস, তপন কুমার বিশ্বাস, প্রশান্ত দাস প্রমুখ।
×