ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছারপোকা রোবট

প্রকাশিত: ০৫:৪৯, ২৮ জুলাই ২০১৮

 ছারপোকা রোবট

বর্তমান সময়ে নানা কাজে রোবটের ব্যবহার দিন দিন বাড়ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য ডিফেন্স এ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি (ডারপা) নিত্য নতুন রোবট বানিয়ে বহুবার আলোচনায় এসেছে। তবে সংস্থাটির এবারের প্রজেক্ট সম্পূর্ণ ব্যতিক্রম। ডারপা এবার ছোরপোকা আকৃতির এক রোবট বানিয়ে নতুন করে আলোচনায় এসেছে। অবিকল ছারপোকা আকৃতির এই রোবট প্রাকৃতিক দুর্যোগের সময় দূরবর্তী ও দুর্গম এলাকার খবরসহ আবহাওয়া জনিত নানা তথ্য দিতে পারবে। খবরে বলা হয়েছে, যেসব জায়গায় মানুষ ও বড় আকৃতির রোবটের যাওয়া অসম্ভব সেখানে এই ছারপোকা রোবট অনায়াসে যেতে পারবে। দ্রুত ও নির্ভুল তথ্য দিতে পারবে। দি ডিফেন্স এ্যাডভান্সড রিসার্স প্রজেক্ট এজেন্সির প্রোগ্রাম ম্যানেজার ডোনাল্ড পল্কউইচ বলেন, আমরা সকল ক্ষেত্রে ব্যবহারের জন্য রোবট তৈরি করতে আগ্রহী। তিনি বলেন, পৃথিবীর নানা প্রান্তের অনেক দুর্গম জায়গায় মানুষের চলাচল কষ্টসাধ্য। যেসব জায়গায় দ্রুততার সঙ্গে কাজ করতে আমরা রোবটের সাহায্য নিতে চাই। সেই ভাবনা থেকেই ক্ষুদ্র আকৃতির এই রোবট তৈরির পরিকল্পনা নেয়া হয়। তিনি বলেন, এই ছারপোকা আকৃতির রোবট অনেক দুঃসাধ্য চ্যালেঞ্জ গ্রহণে পারদর্শী। তবে ঠিক কবে নাগাদ এই রোবট বাজারে পাওয়া যাবে- এ বিষয়ে কিছু বলা হয়নি। -লাইভ সায়েন্স অবলম্বনে।
×