ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চেলসিতে যোগ দিলেন রবার্ট গ্রীন

প্রকাশিত: ০৬:৪২, ২৭ জুলাই ২০১৮

চেলসিতে যোগ দিলেন রবার্ট গ্রীন

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক রবার্ট গ্রীনকে দলে ভেড়াল চেলসি। বৃহস্পতিবার তাকে কেনার বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লীগের সাবেক চ্যাম্পিয়নরা। এর ফলে থিবাউ কুর্তোয়া এবং উইলি ক্যাবেলেরোর পর তৃতীয় পছন্দের গোলরক্ষক হিসেবে চেলসির দায়িত্ব পালন করবেন রবার্ট গ্রীন। বয়সে আটত্রিশকেও ছাড়িয়ে গেছেন ইংল্যান্ডের সাবেক এই গোলরক্ষক। কিন্তু এ মৌসুমে ফ্রি-এজেন্ট ছিলেন তিনি। গত মৌসুমের শেষে হাডার্সফিল্ড ছেড়ে দেন গ্রীন। এরপর থেকেই দল খুঁজছিলেন তিনি। অবশেষে চেলসিই তাকে কিনে নিল। ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে মাত্র ১২ ম্যাচে প্রতিনিধিত্ব করার সুযোগ পান রবার্ট গ্রীন। থ্রি-লায়ন্সের জার্সিতে ২০১০ বিশ্বকাপেও অংশ নেন তিনি। চেলসিতে এটা হবে তার ২০তম মৌসুম। এর আগে নরউইচ, ওয়েস্টহ্যাম, কুইন্স পার্ক রেঞ্জার্স, লিডস এবং হাডার্সফিল্ডের হয়ে খেলেছেন রবার্ট গ্রীন। ক্যারিয়ারের গোধূলি বেলায় চেলসির মতো ইংলিশ প্রিমিয়ার লীগের সেরা ক্লাবে যোগ দিতে পেরে দারুণ রোমাঞ্চিত গ্রীন। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টা ঠিক ঘূর্ণিঝড়ের মতোই মনে হয়েছে। মনে করেন, আপনি আপনার ক্যারিয়ার নিয়ে ভাবছেন। সেই ভাবনার সঙ্গে সঙ্গেই ফোন পেয়ে গেলেন, তাও আবার খুব অল্প কথা-বার্তাতেই। বলতে পারেন এটা আমার কাছে নাটকীয় কিছুই মনে হয়েছে। এখন আসলে শুরুর জন্য তর সইছে না আমার। আমি সত্যিই খুব আনন্দিত। এটা আমার জন্য দারুণ রোমাঞ্চকর একটা ব্যাপার। সেই সঙ্গে চেলসির মতো ক্লাবে যোগ দিতে পারাটা সম্মানেরও।’
×