ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুমন্ত গুপ্ত

গানের পাখি শারমিন সাথী

প্রকাশিত: ০৭:১৭, ২৬ জুলাই ২০১৮

গানের পাখি শারমিন সাথী

কুমিল্লার মেয়ে শারমিন সাথী ইসলাম, ময়না নামেই সমাধিক পরিচিত। বাবা মফিজুল ইসলাম পেশায় আইনজীবী ছিলেন মা হাসনা ইসলাম গৃহিণী। চার বোনের মধ্যে তৃতীয় তিনি। বাবার প্রেরণায় সঙ্গীত ভুবনে যুক্ত হন। ছেলে বেলায় শ্রীমতী অলকা দাসের কাছে তার সঙ্গীতে হাতে খড়ি । এরপর ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন থেকে নজরুল সঙ্গীতের ওপর পাঁচ বছরের কোর্স করেন তিনি। সঙ্গীত গুরু ওয়াহিদুল হকের সান্নিধ্য পেয়ে তার সঙ্গীত প্রতিভার বিকাশ ঘটে । ১৯৯৮ সালে এ কোর্স সমাপ্ত হয়। বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমন চৌধুরীর কাছে তিনি হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীত এবং নজরুল সঙ্গীতের ওপর দীক্ষা নেন এখন তালিম নিচ্ছেন সুমন চৌধুরীর কাছে । সাম্প্রতিক সময়ে নজরুল সঙ্গীতের ওপর প্রভাব বিস্তার কারি একমাত্র শিল্পী শারমিন সাথী ইসলাম প্রতি নিয়ত নতুন নতুন কাজ করছেন। ময়না ছোট বেলায় অনেক কিছু হবেন ভাবতেন সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতো তার ভাবনাগুলো কিন্তু কখনও ভাবেননি নিজেকে সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু পরিবারে নিয়মিত চর্চা হতো সঙ্গীতের। সঙ্গীতচর্চার ভেতর ডুবে থাকতেন তিনি। ১৯৯০ সালে ময়না আনন্দ ধ্বনি নামে একটি সংগঠনে যোগ দেন। যুক্ত আছেন নজরুলসঙ্গীত সংস্থার সঙ্গে। ময়না বর্তমানে ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনে শিক্ষকতায়রত। তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে ভারত, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে নজরুলসঙ্গীত পরিবেশন করেন। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন টিভি চ্যানেলে ও সঙ্গীত পরিবেশন করে থাকেন এ গুণী শিল্পী। ২০০৩ সালে বেঙ্গল ফাউন্ডেশন থেকে ময়নার নজরুল সঙ্গীতের এ্যালবাম ‘খুঁজিতারে আমি আপনায়’ প্রকাশিত হয়। এরপর ‘২০০৬ প্রকাশিত হয় নজরুল সঙ্গীতের ওপর দ্বিতীয় এ্যালবাম সন্ধ্যা গোধূলি’ এবং ২০১১ সালে নজরুল সঙ্গীতের ওপর তার তৃতীয় এ্যালবাম সকাল বেলার সুর’ নামে। তার সব এ্যালবাম প্রকাশ করে বেঙ্গল ফাউন্ডেশন। সঙ্গীতগুরু ওয়াহিদুল হক এক সাক্ষাতকারে শারমিন সাথী ইসলাম মূল্যায়ন করেন ঠিক এইভাবে : ‘...আমার জীবনে সুযোগ হয়েছে সহ ¯্রাধিক সঙ্গীতার্থী ছেলে-মেয়েকে গানে অনেকদূর ঠেলে দিতে। কত যে ভাব-প্রতিভা পেয়েছি কিশোর-কিশোরীদের মধ্যে। কিন্তু ময়না তাদের সবার আগে। করত নজরুলগীতি, খেয়ালের প্রাথমিক স্বরের গান ও কিছু। কুমিল্লায় বহু বিজ্ঞাপিত সঙ্গীত প্রতিযোগিতায় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগী না পাওয়ায় আট পৌরে সাল ওয়ার-কামিজে গান শুনতে আসা ময়নাকে জোর করে মঞ্চে তোলা হয় । গাইল ‘ওগো তুমি পঞ্চদশী’। পঙ্কজ বাবুর পরে যেন এই দ্বিতীয়বার গানটির সার্থক রূপায়ণ হলো। ...প্রভাতে যে প্রত্যাশা জাগিয়ে ছিল সে, দিন বাড়ার সঙ্গে তা যেন ক্রমেই দীপ্ততা, পূর্ণ তাপেতে থাকে।...’ সাম্প্রতিক সময়ে কাজ করছেন তার নতুন এ্যালবাম ‘চামেলি তোমারি চাঁদ’ এ যার প্রতিটি গানের সুর দিয়েছেন আরেক গুণী শিল্পী হিমাংশু দত্ত।
×