ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জিয়া মুক্তিযুদ্ধের কলঙ্ক ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৭:৩৫, ২৫ জুলাই ২০১৮

জিয়া মুক্তিযুদ্ধের কলঙ্ক ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৪ জুলাই ॥ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের কলঙ্ক এবং কুলাঙ্গার সন্তান। কারণ, সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। শুধু তাই নয়, জাতীয় সঙ্গীত এবং দেশের রক্ত খচিত জাতীয় পতাকাকে পরিবর্তন করতে চেয়েছিল। তারপরও তার দল দাবি করে তারা মুক্তিযোদ্ধার দল। আমি জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা নয়, একজন মুক্তিযুদ্ধের কলঙ্ক এবং কুলাঙ্গার সন্তান হিসেবে আখ্যায়িত করছি। মঙ্গলবার সন্ধ্যায় সাভার এনাম মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতাল মিলনায়তনে আয়োজিত ২০১৭ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশে এখনও মেধার ভিত্তিতে চাকরি দেয়া হয় উল্লেখ করে তিনি বলেন, মেধার বাইরে কাউকে কোন চাকরি দেয়া হয় না। কিন্তু জামায়াত এবং ইসলামী ছাত্র শিবির পরিকল্পিতভাবে সরকার পতনের লক্ষ্য নিয়ে কোটা আন্দোলন শুরু করেছে। এ জন্য তিনি স্বাধীনতা বিরোধীদের চিহ্নিত করে চাকরিচ্যুত করাসহ যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াফত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার দাবি করেন।
×