ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেয়া কসমেটিকের প্রত্যেক পরিচালককে জরিমানা

প্রকাশিত: ০৬:২১, ২৫ জুলাই ২০১৮

কেয়া কসমেটিকের প্রত্যেক পরিচালককে জরিমানা

অর্থনৈতিক রিপোর্টার ॥ আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনিরীক্ষিত প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশে ব্যর্থ হওয়ায় কেয়া কসমেটিকস লিমিটেডের প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করেছে সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশন অব বাংলাদেশ (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা না দেয়ায় এই শাস্তি প্রদান করা হয়েছে। তবে পরিচালনা পর্ষদের মনোনীত ও স্বতন্ত্র পরিচালকরা শাস্তির আওতার বাইরে থাকবে। বিএসইসির নির্দেশনা ও স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন অনুসারে, জীবন বীমা কোম্পানি ছাড়া অন্য খাতের তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে প্রথম প্রান্তিক শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হবে। আর দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে আর্থিক প্রতিবেদন প্রকাশের নিয়ম রয়েছে। এর ব্যত্যয় হলে নির্ধারিত সময়ের পর প্রতিদিনের জন্য ৫ হাজার টাকা জরিমানা আরোপের বিধান রয়েছে। কেয়া কসমেটিকসের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) শেষ হয়েছে গত বছরের ৩১ ডিসেম্বর আর তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ) শেষ হয়েছে চলতি বছরের ৩১ মার্চ। দ্বিতীয় প্রান্তিক শেষ হওয়ার ছয় মাস এবং তৃতীয় প্রান্তিক শেষ হওয়ার তিন মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি কোম্পানিটি। উল্লেখ্য, এর আগেও নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে ব্যর্থ হয়েছে কেয়া কসমেটিকস। গত ২০১৫-১৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ২০১৫ সালের ১৫ নবেম্বরের মধ্যে প্রকাশের বাধ্যবাধকতা ছিল। কিন্তু কোম্পানিটি প্রথম প্রান্তিক শেষ হওয়ার প্রায় ১২০ দিন পর ২০১৬ সালের ১৬ মার্চ আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। সে সময়ও আইন ভঙ্গের কারণে কেয়া কসমেটিকসকে কারণ দর্শানোর পাশাপাশি কমিশনের শুনানিতে উপস্থিত হতে বলা হয়েছিল।
×