ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভূঞাপুরে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৬:২৯, ২৪ জুলাই ২০১৮

ভূঞাপুরে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল, ২৩ জুলাই ॥ ভূঞাপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগ যৌথ উচ্ছেদ অভিযান চালিয়ে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়। ভূঞাপুর উপজেলা পরিষদ হতে ভূঞাপুর বাজার পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের পাশ দিয়ে অবৈধ স্থাপিত প্রায় ৫ শতাধিক দোকানপাট গড়ে উঠে। দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগ উচ্ছেদের তাগিদ দিলেও কোন কাজে আসেনি। ফলে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ভুলড্রোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয় এসব স্থাপনা। অভিযানে বাসস্টেশনস্থ অবৈধ পাকা স্থাপনা, দোকানপাট, রেস্তরা, ফলের দোকান, কাঁচা বাজার উচ্ছেদ এবং ছালাম চেয়ারম্যান মার্কেটের একাংশ ভেঙ্গে ফেলা হয়। টাঙ্গাইল জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মাছুম প্রধানের নেতৃত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সড়ক ও জনপথ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিমুল এহসান, ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফ আহম্মেদ, ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম। ঝিনাইদহে সাপের কামড়ে ছাত্রীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ২৩ জুলাই ॥ ঝিনাইদহে সাপের কামড়ে কাকলী খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার হীরাডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে বিষধর সাপে তাকে কামড় দেয়। সে পোড়াহাটি ইউনিয়নের হীরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। কাকলীর বাবা জানান, সোমবার ফজরের নামাজের পর ঘর থেকে লাল রং এর একটি বিষধর সাপ কাকলীকে কামড় দেয়। এরপর সকালে পার্শ্ববর্তী ফলিয়া গ্রামের এক কবিরাজের কাছে নেয়া হয়। কবিরাজের কাছে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে কাকলীর মৃত্যু হয়।
×