ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইন্টারনেট স্যাটেলাইট আনছে ফেসবুক

প্রকাশিত: ০৬:২২, ২৪ জুলাই ২০১৮

ইন্টারনেট স্যাটেলাইট আনছে ফেসবুক

এখনও ইন্টারনেট সেবার আওতায় না আসা শত শত কোটি মানুষকে ইন্টারনেট সেবা দেয়ার অংশ হিসেবে নিজস্ব ইন্টারনেট স্যাটেলাইট ‘এ্যাথেনা’র কাজ করছে ফেসবুক প্রযুক্তি সাইট ওয়্যারড এমন খবর প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন বা এফসিসির কাছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি একটি আবেদন দাখিল করেছে। ‘পয়েন্টভিউ টেক এলএলসি’-এর নামে করা এ আবেদনের নথির তথ্যমতে, ‘সেবা যায়নি আর ঠিকভাবে সেবা দেয়া হয়নি এমন অঞ্চলগুলোতে কার্যকরীতে ব্রডব্যান্ড সেবা দিতে’ এই প্রকল্প বানানো হয়েছে। পৃথিবীর দুর্গম এলাকাগুলোতে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দেয়ার লক্ষ্য ফেসবুকের একার নয়। ইলন মাস্ক-এর স্পেসএক্স আর সফটব্যাংক সমর্থিত ওয়ানওয়েব-ও একই লক্ষ্যে কাজ করছে। এক বিবৃতিতে ফেসবুকের এক মুখপাত্র বলেন, এই মুহূর্তে নির্দিষ্ট প্রকল্পগুলো নিয়ে আমাদের বলার মতো কিছু নেই। -অর্থনৈতিক রিপোর্টার
×