ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের সুদহার কমানোর তাগিদ

প্রকাশিত: ০৩:১২, ২৭ জুন ২০১৮

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের সুদহার কমানোর তাগিদ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজিক ব্যাংকের পর এবার নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদের হার কমিয়ে আনার উদ্যোগ নেয়া হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এ বিষয়ে লিজিং কোম্পানির প্রধান নির্বাহীদের অনুরোধ করেছেন। জানা গেছে, বর্তমানে এনবিএফআইগুলোকে ৯ থেকে ১০ শতাংশ সুদে তহবিল সংগ্রহ করতে হচ্ছে। অন্যদিকে ঋণ দিতে হচ্ছে ১৮ থেকে ১৯ শতাংশ সুদে। লিজিং খাতসংশ্লিষ্টরা বলছেন, তাদের পক্ষে ব্যাংকের মতো ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে আনা সম্ভব নয়। তবে এর কাছাকাছি আনার বিষয়ে তারা অবশ্যই আমলে নেবেন। তবে এখনই কোনো সিদ্ধান্তের কথা বলতে পারছেন না লিজিং কোম্পানির প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ লিজিং এন্ড ফাইন্যান্স কোম্পানিজ এসোসিয়েশনের (বিএলএফসিএ) নেতারা। আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে এই সংগঠনটির নেতাদের একটি বৈঠক রয়েছে। ওই বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে। এ বিষয়ে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএলএফসিএর চেয়ারম্যান মো. খলিলুর রহমান জানান, আমরাও চাই সুদের হার কমে আসুক। তাহলে ব্যবসা-বাণিজ্যের জন্য সুবিধা হয়। আমানতের সুদহার কমাতে পারলে আমাদেরও সুবিধা। তবে যারা আমানতের মুনাফার ওপর নির্ভরশীল এমন পরিবারগুলোর জন্য কিছুটা অসুবিধা হতে পারে।
×