ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একাধিক ঈদের নাটকে স্মরণ সাহা

প্রকাশিত: ০৭:৫০, ১০ জুন ২০১৮

একাধিক ঈদের নাটকে স্মরণ সাহা

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঈদ-উল-ফিতরে প্রচারের জন্য নির্মিত একাধিক নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন এই সময়ের বাংলাদেশের মঞ্চ নাটকের নন্দিত একজন অভিনয়শিল্পী, নাট্যকর্মী ও সংগঠক স্মরণ সাহা। এর মধ্যে রয়েছে এসএ হক অলিক রচিত এবং পরিচালিত বাংলা ভিশনের টেলিফিল্ম ‘একটুস খানি প্রেম’, দেশটিভির জন্য নির্মিত এস এ হক অলিক রচিত ও পরিচালিত ‘জেল হাজতে বউ কথা কও’, আরটিভির জন্য নির্মিত রাশিদুর রহমান হৃদয় রচিত এবং তপু খান পরিচালিত ঈদের নাটক ‘হলুদ কার্ড লাল কার্ড’, ‘সময়ের গল্প’ সিরিজেও নিয়মিত অভিনয় করছেন তিনি। এদিকে সাভারের জাগরণী থিয়েটারের সাধারণ সম্পাদক স্মরণ সাহার সাম্প্রতিক সময়ে মঞ্চেই ব্যস্ত সময় পার করছেন। টিভি ও চলচ্চিত্রেও মাঝে মধ্যে অভিনয় করেন। তবে সব সময় মঞ্চে তার ধ্যান জ্ঞান। সেখানেই কাজ করতে ভালবাসেন। সাম্প্রতিক সময়ে নিজ নাট্যসংগঠনের অন্যতম প্রযোজনা ‘রাজার চিঠি’ নাটকে স্মরণ সাহা মূল ভূমিকায় অভিনয় করেছেন। মাহফুজা হেলালী রচিত এবং দেবাশীষ ঘোষ নির্দেশিত ‘রাজার চিঠি’ নাটকে হরিদাস বসাকের চরিত্রে স্মরণ সাহার অভিনয় দেশে বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। ‘রাজার চিঠি’ নাটক ছাড়াও অভিনেতা হিসেবে ‘চিত্ত বিনিময়’ নাটকে নীলমনি, ‘বুদ্ধু’ নাটকে হাজী, ‘কেনারাম বেচারাম’ নাটকে নগেন চরিত্রে অভিনয় করেছেন স্মরণ সাহা। নন্দিত অভিনয় শিল্পী স্মরণ সাহার জন্ম ফরিদপুরের মামা বাড়িতে। সেখানেই বেড়ে ওঠেন। বর্তমানে সাভারে বসবাস করছেন। স্মরণ সাহা অভিনয় জগতে পা রাখেন ছোটবেলায়। চতুর্থ শ্রেণীতে পড়াকালীন সূর্যসাথী খেলাঘর আসর ফরিদপুর শাখার আয়োজনে সুকুমার রায়ের রচনা এবং অমিতাভ বসুর নির্দেশনায় ‘অবাক জলপান’ নাটকে প্রথম অভিনয় করেন। তাকে উদ্বুদ্ধ করেন স্বর্গীয় তপন বোস। নাট্যগুরু মোস্তাফিজুর রহমান আজাদের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ ও ‘মুক্তধারা’, মনোজ মিত্রের ‘কেনারাম বেচারাম’, ‘গিট্টু বিচ্ছু চক্র’, ‘নৈশভোজ’, ‘মড়া’ নাটকে অভিনয় করেন। এছাড়া ‘ছুটি’, ‘বিসর্জন’, ‘রাজা ওয়াদিপাউস’, ‘ওরা কদম আলী’, ‘গিট্টু’, ‘বিচ্ছু’, ‘চক্র’, ‘নৈশভোজ’ অন্যতম। ১৯৯৯ সালে দৃষ্টিপাত নাট্যসম্প্রদায়ের হয়ে ম আ সালামের রচনা ও নির্দেশনায় ‘নাগর আলীর কিচ্ছা’ এবং সাম্প্রতিক সময়ে খন্দকার তাজমী নূর নির্দেশিত ‘রাজা হিমাদ্রি’,‘নাগর আলীর কিচ্ছা’, ‘রাজা হিমাদ্রি’সহ অসংখ্য নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভার আলো ছড়িয়েছেন স্মরণ সাহা। এরপর নিজ ভিটা সাভারের ১৯৯৫ জাগরণী থিয়েটারের সঙ্গে যুক্ত হন। মঞ্চের পাশাপাশি টিভি নাটকেও সমানতালে অভিনয় করছেন। তবে মঞ্চের সঙ্গে যুক্ত থাকতে চান আজীবন। তার জন্য অনেক অনেক শুভ কামনা।
×